১০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান পাচ্ছে নতুন ভবন!

মোহাম্মাদ এনামুল হক এনা: শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় শিক্ষা পাঠদানে অনুপযোগী দেশের প্রতিষ্ঠানগুলোর তালিকা ধরে ধরে ভবন নির্মাণের পাশাপাশি পুরাতন ভবনের সংস্কারেও বরাদ্দ দিচ্ছে সরকার।
জানা যায়, স্থানীয় সংসদ সদস্যরা শিক্ষা মন্ত্রণালয়ে নতুন ভবন নির্মাণের তালিকা দিয়েছেন। এসব তালিকার ভিত্তিতেই ভবন নির্মাণ করা হচ্ছে। এখন বছরে ২ হাজার প্রতিষ্ঠানে নতুন ভবন তৈরি করা হচ্ছে।
৫০টি প্রকল্পের মাধ্যমে আগামী ২০২৩ সালের মধ্যে নতুন ভবন পাবে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান। এতে শ্রেণিকক্ষ থাকবে ৯৫ হাজার। আর নতুন এই শ্রেণিকক্ষের সুবিধা পাবে ৯ লাখ ১৩ হাজার ৫৭০ শিক্ষার্থী।
এছাড়া একই সময়ে ১২৩টি নতুন ছাত্রাবাস, ৫৫৮টি ছাত্রীনিবাসও পাবে শিক্ষার্থীরা। অধ্যক্ষের জন্য বাসভবন, শিক্ষার্থীদের জন্য জিমনেশিয়াম, অডিটোরিয়ামও থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তথ্য অনুযায়ী, দেশের ৩ হাজার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। এতে ব্যয় হচ্ছে ১০ হাজার ৬৪৯ কোটি টাকা। আর সংস্কারের জন্য প্রতিবছর ৩৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।