পাথরঘাটায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:৪০, শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১, ২৫ অগ্রহায়ণ ১৪২৮
ফাইল ফটো
ফাইল ফটো

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা

বরগুনার পাথরঘাটায় বিষখালী নদীর তীরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ওয়াপদার পাশে একটি জঙ্গলে এ ঘটনা ঘটে।

 

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব-৮ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত দুইটার দিকে বিষখালী নদীর তীরবর্তী এলাকায় অবস্থান নেয় র‌্যাব। কিছুক্ষণ পর র‌্যাবের ওপর  জলদস্যুরা অতর্কিত গুলি চালায়। এসময় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। বিষয়টি পাথরঘাটা থানা পুলিশকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার জানান, গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তার পরিচয় জানা যায়নি।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article