হারিয়েছেন কার্যালয়

ড. কামাল আসলে কার?

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:২৭, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ২৪ অগ্রহায়ণ ১৪২৮
ড. কামাল হোসেন
ড. কামাল হোসেন

মতিঝিলের ইডেন বিল্ডিংয়ে গণফোরামের দলীয় কার্যালয় দখল করে নিয়েছেন দলের প্রতিষ্ঠাতা ড. কামালের বিরোধীরা। ফলে তিন দশকের রাজনৈতিক কর্মস্থল, নিজের অফিসটিই হারিয়েছেন ড. কামাল। যদিও ৩ ডিসেম্বর ঘোষিত কমিটিকে শুভেচ্ছা জানানোয় ড. কামাল কোন অংশকে সমর্থন দিয়েছেন তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

জানা যায়, গণফোরামের মন্টু পন্থিরা গত ৩ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সম্মেলন করে এবং ড. কামালকে বাদ দিয়ে কমিটির ঘোষণা দেয়। এর সভাপতি করা হয় মুস্তফা মহসিন মণ্টুকে, সাধারণ সম্পাদক করা হয় সুব্রত চৌধুরীকে, যিনি কামাল হোসেনের নেতৃত্বাধীন কমিটির নির্বাহী সভাপতি ছিলেন। কামাল হোসেনকে বাদ দিয়ে এই সম্মেলন করা হলেও ড. কামাল তাদের শুভেচ্ছা জানিয়ে চিঠি লেখেন। তবে কামালপন্থি নেতা মোকাব্বির খান বলেন, ‘স্যার আমাদের সঙ্গে আছেন।’

তাহলে মন্টুপন্থিদের সম্মেলনে কেন শুভেচ্ছা বার্তা পাঠালেন- এমন প্রশ্নে তিনি বলেন, ‘স্যার তো সব জায়গায় শুভেচ্ছা বার্তা পাঠান। সবাইকেই শুভেচ্ছা দেন।’

এদিকে, মণ্টুর নেতৃত্বাধীন অংশ দলকে দুই ভাগে বিভক্ত করার পাশাপাশি দলীয় কার্যালয়ও কার্যত দখল করে নিয়েছে। প্রায় এক বছর ধরেই সেই কার্যালয়ে আর যেতে পারছেন না ড. কামালের অনুসারী নেতারা।

দলীয় কার্যালয়ের দখল হারানোর পর পুরানা পল্টনের সিদ্দিক ম্যানশনে একটি কক্ষকে অস্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করছিলেন কামাল অনুসারীরা। ৯ ডিসেম্বর কাকরাইলের ভিআইপি রোডের রূপায়ণ টাওয়ারে গণফোরামের (ড. কামাল অংশের) অফিস নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী সভাপতি মোকাব্বির খান।

এ বিষয়ে গণফোরামে মন্টুপন্থিদের নতুন কমিটির নির্বাহী পরিষদের সদস্য মহসিন রশিদ বলেন, আরজিনাল কার্যালয় আমাদের নামেই আছে। আজকেও আমরা সেখানে মিটিং করেছি। আমরা কাউকে বের করে দিইনি, ওনারা বের হয়ে গিয়েছেন। আমরা এখনো চাই ওনারা আমাদের সঙ্গে আসুক। আমরা ওনাদের জন্য জায়গা রেখেছি।

তবে মোকাব্বির খান বলেন, ‘কামাল হোসেন এখনো আমাদের ডাইরেক্ট সভাপতি। নির্বাচন কমিশনে তো ওনার নামই রয়েছে। কাজেই দল তো আমাদেরই।’

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


আন্দোলন নিয়ে ভারত সরকারকে ‘নোট’ দিয়েছে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

‘রাতেই বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হতে পারে’

চার দফা না মানলে আট দফা নিয়ে কথা বলার সুযোগ নেই

ইউনূসের বিবৃতি রাষ্ট্রবিরোধী

তালিকা হচ্ছে গা-ঢাকা দেওয়া আওয়ামী লীগ নেতাদের

আত্মগোপনে বিএনপি নেতা-কর্মীরা

কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার আনা এখন সময়ের দাবি: আরেফিন সিদ্দিক

র‍্যাঙ্কিংয়ে অবনতি ব্রাজিলের, শীর্ষেই থাকছে আর্জেন্টিনা

আন্দোলনকারীদের থেকে ইতিবাচক বার্তা পেয়েছি: তথ্য প্রতিমন্ত্রী

নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের নিজগৃহে অবস্থানের অনুরোধ শিক্ষা মন্ত্রণালয়ের

‘কোটা সংস্কার নিয়ে প্রয়োজনে সংসদে আইন পাস হতে পারে’

মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ