ধৈর্য্য ধরতে বললেন এরদোগান

অনলাইন ডেস্ক: লিরার দাম আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় বড় ধরণের অর্থনৈতিক সংকটে তুরস্ক। ইতোমধ্যে দেশটির বাজারে সব ধরণের জিনিস পত্রের দাম বেড়ে গেছে। এমতবস্থায় জনগণকে ধৈর্য ধরতে বললেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। তিনি বলেন, আমরা জানি আমরা কোথায় যাচ্ছি। তাই বলছি, আপনারা একটু ধৈর্য্য ধরুন। খবর ডেইলি সাবাহর।
তুরস্কের সরকার কম সুদহারভিত্তিক নতুন অর্থনৈতিক মডেলে এগিয়ে যাওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। সরকারের নতুন এ মডেলে ব্যাপক উন্নয়ন আশা করছে দেশটির ক্ষমতাসীন দল।
যারা তাদের সঞ্চয় ব্যাংকে রাখেন তারাসহ সব নাগরিককে সরকারের পরিকল্পনা ও বিনিয়োগের ওপর আস্থা রাখার জন্য অনুরোধ জানান জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির নেতা এরদোগান।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমরা জানি আমরা কোথায় যাচ্ছি। তাই বলছি, আপনারা একটু ধৈর্য্য ধরুন।
সাম্প্রতিক সময়ে ডলারের বিপরীতে তুরস্কের লিরার দাম কমে যাওয়ায় দেশটিতে খাদ্যপণ্যের মূল্য বেড়েছে। এ মূল্যবৃদ্ধির কারণে ভোগান্তিতে পড়েছেন দেশটির মানুষ।
এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন এরদোগান।
তিনি বলেন, যারা পণ্য মুজদের সঙ্গে জড়িত এবং পণ্যের দাম বৃদ্ধিকে পুঁজি করে বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সরকার ‘কোনো দয়া দেখাবে না’।