ক্যাট-ভিকির বিয়ের খরচের বহন করছেন যিনি!

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:০৬, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ২৪ অগ্রহায়ণ ১৪২৮
ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল
ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল

বিনোদন ডেস্ক: গত কিছুদিন থেকে বলিউডের সবচেয়ে আলোচিত খবরই হচ্ছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে। এখন সিনেমা-গান বা সংলাপ ছাপিয়ে সবাই নজর রাখছেন তাদের বিয়ের দিকে। কোথায় বিয়ে হচ্ছে— বিয়ের অতিথি কারা, বিয়ের খরচ, ওমিক্রম আতঙ্কে বিয়ের আয়োজন কীভাবে সারবেন এ দুই তারকা— এসব নিয়ে মাতামাতির শেষ নেই।

এরই মধ্যে জানা গেছে, বিয়ের ৭৫ শতাংশ খরচ দিচ্ছেন কনে ক্যাটরিনা কাইফ নিজেই। তা হলে কৌশল ভিকির কাঁধে পড়ছে খরচের ২৫ শতাংশ।

এদিকে রাজস্থানের বিলাসবহুল হোটেল সেজেছে নববধূর সাজে।

আজ বিকাল সাড়ে ৩টায় পাঞ্জাবি রীতিতে সেই হোটেলে গাঁটছড়া বাঁধবেন ক্যাট ও ভিকি।

বিয়ের ব্যবস্থাপনায় দুহাতে খরচ করছেন এ তারকা যুগল।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, অতিথিদের যাতায়াত, ৬ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত সবার খাওয়া-দাওয়া, নিরাপত্তারক্ষীদের বেতন, বিয়ের যাবতীয় আয়োজন— সব খরচ ভাগাভাগি করে নিয়েছেন ক্যাট ও ভিকি। খরচের বেশিরভাগ তথা ৭৫ শতাংশ দেবেন ক্যাটরিনা। নিরাপত্তারক্ষীদের বেতন এবং আমন্ত্রিতদের যাতায়াতসহ আরও কিছু খাতে টাকা দিচ্ছেন কনে। বাকি ২৫ শতাংশ খরচ বহন করবেন ভিকি।

অনুষ্ঠান আয়োজনের খরচ কে বহন করছেন, সে প্রশ্ন করা যাচ্ছে না। কারণ রাজস্থানের সওয়াই মাধোপুর জেলার বিলাসবহুল হোটেল কর্তৃপক্ষ তারকা-যুগলের কাছ থেকে ভাড়া নিচ্ছেন না।

নিজেদের প্রচারের উদ্দেশ্যে এই প্রাসাদোপম রিসোর্ট বিনামূল্যে ব্যবহার করতে দিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

তবে ৭৫ শতাংশ খরচ করেও পকেট খালি হচ্ছে না ক্যাটরিনার। জানা গেছে, বিয়ের ভিডিও স্বত্ব বিপুল টাকার বিনিময়ে এক ওটিটি প্ল্যাটফরমকে বিক্রি করে দিয়েছেন ‘ভিক্যাট’ জুটি। বিয়ের ছবিও বিক্রি হবে। একটি স্বনামধন্য আন্তর্জাতিক পত্রিকার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তারা।

বিষয়ঃ ভারত

Share This Article


আন্দোলন নিয়ে ভারত সরকারকে ‘নোট’ দিয়েছে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

‘রাতেই বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হতে পারে’

চার দফা না মানলে আট দফা নিয়ে কথা বলার সুযোগ নেই

ইউনূসের বিবৃতি রাষ্ট্রবিরোধী

তালিকা হচ্ছে গা-ঢাকা দেওয়া আওয়ামী লীগ নেতাদের

আত্মগোপনে বিএনপি নেতা-কর্মীরা

কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার আনা এখন সময়ের দাবি: আরেফিন সিদ্দিক

র‍্যাঙ্কিংয়ে অবনতি ব্রাজিলের, শীর্ষেই থাকছে আর্জেন্টিনা

আন্দোলনকারীদের থেকে ইতিবাচক বার্তা পেয়েছি: তথ্য প্রতিমন্ত্রী

নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের নিজগৃহে অবস্থানের অনুরোধ শিক্ষা মন্ত্রণালয়ের

‘কোটা সংস্কার নিয়ে প্রয়োজনে সংসদে আইন পাস হতে পারে’

মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ