সাকিবকে নিয়ে বিস্ফোরক পাপন

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৪৪, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ২৪ অগ্রহায়ণ ১৪২৮
ফাইল ফটো
ফাইল ফটো

পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চেয়েছিলেন সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারের ছুটির আবেদন মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন খোদ বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

 

তবে সাকিবের ছুটি নিয়ে এতদিন কম নাটক হয়নি। তার ছুটির বিষয়টি সামনে আসে আরও আগেই। তাকে অন্তর্ভুক্ত করেই কিউই সফরের জন্য দলও ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে বিসিবিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেন সাকিব।

এদিকে, সোমবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে সাকিব প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, যার বিশ্রাম দরকার, তাকে তো তা দিতেই হবে।

সে যেই হোক বা না হোক। তবে সাকিবের ইস্যুটা ভিন্ন। ও তো ইনজুরিতে নেই। বিশ্রামও চায়নি। সে ব্রেক চেয়েছে। পারিবারিক কারণে সে ছুটি চেয়েছে। কাজেই এখানে ইস্যুটা ভিন্ন।

ক্রিকেটারদের ছুটি চাওয়ার ব্যাপারে আগেও বিসিবি প্রধান জানিয়েছিলেন, কোনো ক্রিকেটারের ছুটির প্রয়োজন হলে তা যেন অফিসিয়ালি বিসিবিকে জানায়।

সোমবার তিনি আবারও বললেন, আমরা আগে থেকেই বলে আসছি যে কেউ যদি ছুটি চায় বা খেলতে না চায়, ব্রেক চায়- আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এটা অফিসিয়ালি হতে হবে। তা না হলে তো সমস্যা।

আরও যোগ করেন, ‘হঠাৎ করে একটা সিরিজের আগে জানলে আমাদের জন্য সমস্যা। এই জানুয়ারি থেকে যেটা করতে চাচ্ছি আমরা- কারও যদি রেস্ট বা ছুটির প্রয়োজন হয়, আমাদের আগে থেকেই তা জানাতে হবে।’

এর আগেও বেশ কয়েকবার এমন আনঅফিসিয়ালি ছুটি চেয়েছিলেন সাকিব। সে সময়ও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল বিসিবিকে।

এবার অন্দরমহলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে কি না জানতে চাইলে পাপন বলেন, ‘না, না এটা বিব্রতকর না। এটা আনঅফিসিয়ালি আমরা জানতাম। তবে আনঅফিসিয়ালি জানলে কী হয়- অনেক কনফিউশন তৈরি হয়। এই কনফিউশনটা যাতে তৈরি না হয় সেটার ওপর জোর দিচ্ছি।’
 

Share This Article


দারুণ জয় দিয়ে এশিয়া কাপ হকি শুরু বাংলার যুবাদের

পাকিস্তানের হাইব্রিড মডেলে রাজি ভারত

অবশেষে চূড়ান্ত হলো এশিয়া কাপের ভেন্যু

চীনে মেসির নেতৃত্বে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

চেলসিকে হারিয়ে ম্যানসিটির শিরোপা উদযাপন

হায়দ্রাবাদকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখলো মুম্বাই

ইডেনে ১ রানে হেরে আইপিএল থেকে ছিটকে গেল কলকাতা

আইসিসির নতুন রাজস্ব মডেলে খুশি নয় পাকিস্তান

ধর্ষণের তিন অভিযোগ থেকে অব্যাহতি পেলেন লঙ্কান ক্রিকেটার

২০২৬ বিশ্বকাপের লোগো উন্মোচন করল ফিফা

ইরান সরকারের সমালোচনা: নিজ দেশে নিষিদ্ধ ‘এশিয়ার ম্যারাডোনা’

মিলানের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার