আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথম গণমাধ্যমের অফিস চালু করতে যাচ্ছে রুশ বার্তা সংস্থা

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:১৫, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ২৪ অগ্রহায়ণ ১৪২৮

বার্তা সংস্থাটি মহাকাশ কেন্দ্রের জীবন ও কর্ম নিয়ে  রিপোর্ট প্রকাশ করবে। তাসের ওয়েবসাইটে এ সংক্রান্ত ছবি, খবর ও ভিডিও আপলোড করা হবে। 

রুশ নায়ক নভোচারি আলেকজান্ডার মিসুরকিন মহাকাশে তাসের সংবাদতাতা হিসেবে কাজ করবেন। তিনি হতে যাচ্ছেন প্রথম মহাকাশ সাংবাদিক। তিনি সয়ুজ এমএস ২০ মহাকাশ যানে করে মহাকাশে পৌঁছেছেন। তার সঙ্গী ছিলেন জাপানী ধনকুবের ইয়াসাকু মায়েজাওয়া ও সহযোগি ইয়োজো হিরানা।

গত ১৭ নভেম্বর তাস ও রসকসমসের মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির পর তাস সিইও সার্গেই মিখাইলভ বলেছেন, নভোচারিদের সহকর্মী হিসেবে পাওয়া বড় সম্মানের।

রসকসমসের সিইও দিমিত্রি রোগোজিন বলেছেন, মহাকাশে তাস’র কার্যালয় খোলার কারনে আরো অনেক বেশি লোক রাশিয়ার মহাকাশ কার্যক্রম সম্পর্কে জানতে পারবে।

তাসের কর্মীসংখ্যা প্রায় দুহাজার। বিশ্বের ৬০টি দেশে তাদের ৬৩টি ব্যুরো অফিস রয়েছে।

Share This Article