১০০ কোটিতে ভিকি-ক্যাটের বিয়ের ফুটেজের স্বত্ব

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ভিকি-ক্যাট তাদের বিয়ের স্বত্ব বিক্রি করেছেন, যা ১০০ কোটি রুপিতে কিনে নিয়েছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘আমাজন প্রাইম’।
ভারতের প্রখ্যাত অভিনেতা ও অভিনেত্রী, ভিকি-ক্যাটের বিয়ের ফুটেজের স্বত্ব কিনতে ১শ কোটি রুপির অফার দেওয়া হয়েছিল। বিনোদনের জগতে এই মুহূর্তে ভারতে সব চেয়ে আলোচিত টপিক ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ে। টাইমস অব ইন্ডিয়া
অন্যদিকে বিয়ের ছবিগুলো প্রকাশ করবে ভোগ ইন্ডিয়া।
বিয়েতে আমন্ত্রিত অতিথিরা কেউ কোনো ছবি তুলতে পারবেন না, এই শর্তে চুক্তিপত্রে স্বাক্ষর করে মুঠোফোন জমা দিয়ে তবেই ‘বিয়ে দাওয়াতে’ যাবেন আমন্ত্রিত অতিথিরা। বিয়ের চার দিনের সব আয়োজন শেষ না হওয়া পর্যন্ত কেউ রিসোর্টের বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগও রাখতে পারবেন না। অর্থাৎ, বিয়েবাড়িতে এসে আক্ষরিক অর্থে বন্দী হয়ে যাবেন তারা।
নাম গোপন রাখার শর্তে একাধিক দাওয়াত পাওয়া অতিথি জানিয়েছেন, এই ধরনের নিষেধাজ্ঞায় তারা মানসিকভাবে চাপ অনুভব করেছেন। কেউ কেউ বিরক্তিও প্রকাশ করেছেন।