জন্মদিনে মেয়ে পুতুলের জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ সকাল ১১:৩৭, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ২৪ অগ্রহায়ণ ১৪২৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার একমাত্র মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের জন্মদিন আজ। দিনটিতে মেয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মা শেখ হাসিনা বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে রোকেয়া পদক-২০২১ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই দোয়া চান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এ অনুষ্ঠানে যুক্ত হন তিনি।
এসময় তিনি একমাত্র মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের শিশুদের অটিজম এবং স্নায়ুবিক জটিলতাসংক্রান্ত বিষয়ের ওপর কাজ করা বিষয়ে বলেন, একসময় এসব শিশু জন্ম নিয়ে সমাজে মা ও শিশুকে অনেক অবহেলা করতো। শিশুটিকে সমাজের সামনেও আনতে চাইতো না। এমন অনেক প্রতিকূলতার বিরাট পরিবর্তন আনতে পেরেছে সায়মা ওয়াজেদ।
বিষয়ঃ
শেখ হাসিনা