ঢাকার যানজট নিরসন করবে ‘ইস্ট ওয়েস্ট এক্সপ্রেসওয়ে’!

মোহাম্মাদ এনামুল হক এনা: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ‘ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ নামে একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার।
৮ ডিসেম্বর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রকল্পটি অনুমোদন দেয়া হয়।
প্রকল্পটি সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।
এক্সপ্রেসওয়েটির সীমানা হবে ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের বলিয়ারপুর থেকে নিমতলী-কেরানীগঞ্জ-ফতুল্লা-নারায়ণগঞ্জ বন্দর হয়ে লাঙ্গলবন্দ পর্যন্ত।
৩৯ কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পটি ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন করবে সেতু বিভাগ।
এর মাধ্যমে চট্টগ্রাম-সিলেটসহ পূর্বাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যানবাহন ঢাকায় প্রবেশ করেই সরাসরি উত্তর-পশ্চিমাঞ্চলের ২০ জেলায় যেতে পারবে।
এর ফলে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার যানজট অনেকাংশে কমে আসবে।
খুব শীঘ্রই টেন্ডারের মাধ্যমে প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।