দায়িত্ব গ্রহণ করলেন নতুন জার্মান চ্যান্সেলর

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:৪৮, বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১, ২৩ অগ্রহায়ণ ১৪২৮

দীর্ঘ ১৬ বছর পর জার্মান পার্লামেন্টের প্রধানের দায়িত্ব পালন শেষে বিদায় নিলেন আঙ্গেলা ম্যার্কেল। আঙ্গেলা ম্যার্কেলের স্থলভিত্তিক হলেন জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেসটাগ এসপিডি দলের ওলাফ শলৎস।

দীর্ঘ ১৬ বছর পর জার্মান পার্লামেন্টের প্রধানের দায়িত্ব পালন শেষে বিদায় নিলেন আঙ্গেলা ম্যার্কেল। আঙ্গেলা ম্যার্কেলের স্থলভিত্তিক হলেন জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেসটাগ এসপিডি দলের ওলাফ শলৎস।

 শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ দায়িত্ব গ্রহন করেন তিনি। 

এর আগে বুন্ডেসটাগ প্রেসিডেন্ট ব্যারবেল বাস ভোটের সূচনা করেন। ৭০৭ ভোটের মধ্যে ৩৯৫টি ভোট পান শলৎস। তবে ভোটের হিসাবে দেখা যাচ্ছে ‘ট্রাফিক লাইট কোয়ালিশন', অর্থাৎ এসপিডি-এফডিপি-গ্রিনের এই জোটের সব সদস্য শলৎসকে ভোট দেননি। তাদের সবার ভোট পেলে শলৎসের ভোট সংখ্যা হওয়ার কথা ছিল ৪১৬। মোট ৭৩৬টি ভোটের মধ্যে শলৎসের বিপক্ষে ভোট পড়ে ৩০৩টি। ছয় জন ভোটদানে বিরত ছিলেন।

এক টুইটে শলৎস জানিয়েছেন, দায়িত্ব গ্রহণে বুন্ডেসটাগের প্রেসিডেন্টের আহ্বানে তিনি সম্মত হয়েছেন।

সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনে শলৎসের মধ্যবামপন্থি এসপিডি সবচেয়ে বড় দল হিসেবে উঠে আসে। দুই মাসের দীর্ঘ আলোচনার পর পরিবেশবাদী গ্রিনস এবং নব্যউদারপন্থি এফডিপি-র সঙ্গে জোট গঠনের চুক্তি করে।

ক্ষমতা হস্তান্তর কিভাবে হবে?

ভোটের পর শলৎস জার্মান প্রেসিডেন্টের প্রাসাদে যান। সেখানে প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার তার হাতে চ্যান্সেলর নিয়োগের আনুষ্ঠানিক পত্র তুলে দেন। এরপর শলৎস আবার বুন্ডেসটাগে ফিরে যান এবং সেখানে শপথ গ্রহণ করেন।

এরপর নতুন চ্যান্সেলর তার মন্ত্রিসভা ঘোষণা করবেন। নতুন মন্ত্রীরাও প্রেসিডেন্টের প্রাসাদে গিয়ে নিয়োগপত্র গ্রহণ করবেন।

নতুন মন্ত্রিসভায় ১৬ জন মন্ত্রী থাকছেন। এর মধ্যে সাত জন আসছেন শলৎসের এসপিডি থেকে, পাঁচ জন গ্রিন পার্টি এবং চার জন এফডিপি থেকে। দিনের বিভিন্ন সময় ম্যার্কেলের মন্ত্রীরা শলৎসের মন্ত্রীদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। ম্যার্কেলের অধীনে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা শলৎস তার দায়িত্ব তুলে দেবেন নতুন অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডনারের হাতে। সূত্র: ডিডাব্লিউ।

Share This Article


থাইল্যান্ডের কাছে যুদ্ধবিমান বিক্রিতে অস্বীকৃতি যুক্তরাষ্ট্রের

জাপানে পুলিশসহ ৪ জনকে হত্যায় স্পিকারের ছেলে গ্রেফতার

পশ্চিমা হুমকি ঠেকাতে পাল্টা যে ব্যবস্থা নিচ্ছে রাশিয়া

ইসরাইল-মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম ইরানের ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র

বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ এখন নরওয়েতে, ক্ষুব্ধ রাশিয়া

পাকিস্তানে ‘অঘোষিত সামরিক আইন’, সুপ্রিমকোর্টে ইমরান খান

যে কারণে খাদিজাকে হন্যে হয়ে খুঁজছে পাকিস্তান পুলিশ

চলতি বছর যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত প্রায় ১৪ হাজার

ভয়াবহ ঝুঁকিতে পড়বে পশ্চিমারা: রাশিয়া

একসঙ্গে দুই বোনকে বিয়ে করলেন যুবক!

অবশেষে বাখমুত দখল করল রাশিয়া, সেনাদের উদ্দেশ্যে যা বললেন পুতিন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ থাকবে সৌদি