এটিইউ’র হাতে আটক আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৪২, বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১, ২৩ অগ্রহায়ণ ১৪২৮

আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আকতারুজ্জামান ওরফে মেহেদী হাসান
নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে আটক করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম আকতারুজ্জামান ওরফে মেহেদী হাসান। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে আটক করা হয়। বুধবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এটিইউ জানায়, আকতারুজ্জামান ওরফে মেহেদী হাসান দীর্ঘদিন ধরে গাজওয়াকুল হিন্দ প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইনে উগ্রবাদ প্রচারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের পাবনার পাড় গ্রামের।
আটক মেহেদী হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে।
বিষয়ঃ
বাংলাদেশ