বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু আছে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু আছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ।
বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু আছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি । তিনি বলেন, তবে বিশ্বের কোনও গণতন্ত্রই নিখুঁত নয়। খুঁতগুলো দূর করতে করতে এগিয়ে যেতে হবে। আমাদেরও যেখানে সমস্যা আছে, সেখানে সমাধানের মধ্য দিয়ে এগিয়ে যাব।
বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর আউটার স্টেডিয়ামে মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরে জাতির পিতা দেশকে একটি শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়েছিলেন। দেশটি যখন ঘুরে দাঁড়িয়েছিল, যখন সোনার বাংলা গড়ার সব পথরেখা তিনি তৈরি করে দিয়েছিলেন, তখনই তাকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। সেই হত্যাকারীরা ছিল একাত্তরের পরাজিত শক্তি এবং তাদের দেশি-বিদেশি ষড়যন্ত্রের দোসররা। তারা আজও নানা চেহারায় নানাভাবে দেশে-বিদেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সারাবিশ্ব বিস্মিত হয়ে দেখছে কী করে বাংলাদেশ এত উন্নয়ন করছে! অথচ ২৮টি বছর আমাদের ইতিহাস বিকৃত করা হয়েছে, মুক্তিযোদ্ধা নিধন করা হয়েছে, মুক্তিযোদ্ধাদের সব জায়গা থেকে বের করে দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে।