বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু আছে : শিক্ষামন্ত্রী

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:০৮, বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১, ২৩ অগ্রহায়ণ ১৪২৮
দীপু মনি
দীপু মনি

বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু আছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ।

 

বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু আছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি । তিনি বলেন, তবে বিশ্বের কোনও গণতন্ত্রই নিখুঁত নয়। খুঁতগুলো দূর করতে করতে এগিয়ে যেতে হবে। আমাদেরও যেখানে সমস্যা আছে, সেখানে সমাধানের মধ্য দিয়ে এগিয়ে যাব।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর আউটার স্টেডিয়ামে মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরে জাতির পিতা দেশকে একটি শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়েছিলেন। দেশটি যখন ঘুরে দাঁড়িয়েছিল, যখন সোনার বাংলা গড়ার সব পথরেখা তিনি তৈরি করে দিয়েছিলেন, তখনই তাকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। সেই হত্যাকারীরা ছিল একাত্তরের পরাজিত শক্তি এবং তাদের দেশি-বিদেশি ষড়যন্ত্রের দোসররা। তারা আজও নানা চেহারায় নানাভাবে দেশে-বিদেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সারাবিশ্ব বিস্মিত হয়ে দেখছে কী করে বাংলাদেশ এত উন্নয়ন করছে! অথচ ২৮টি বছর আমাদের ইতিহাস বিকৃত করা হয়েছে, মুক্তিযোদ্ধা নিধন করা হয়েছে, মুক্তিযোদ্ধাদের সব জায়গা থেকে বের করে দেওয়া হয়েছে, অপমান করা হয়েছে।

 

 

Share This Article


আমাদের মূল দায়িত্ব হবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা : র‍্যাব ডিজি

মানুষ ভোট দিতে পারলে আওয়ামী লীগ কখনো পরাজিত হয় না : প্রধানমন্ত্রী

১০-১৫ দিন পর আর বিদ্যুতের কষ্ট থাকবে না: প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো বৈদেশিক ঋণ টাকায় পরিশোধ করলো বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবারের মতো প্লাস্টিক বর্জ্য থেকে টাইলস তৈরি

খুলনা সিটি নির্বাচন: কেন সহজ বিজয়ের পথে তালুকদার খালেক

পাঁচ দিনের মধ্যে সারাদেশে আবহাওয়া অধিদপ্তরের বৃষ্টির পূর্বাভাস

জাতিসংঘ মধ্যস্থতা করবে এ রকম কোনো সংকট হয়নি : ওবায়দুল কাদের

পেঁয়াজসহ পচনশীল পণ্য সংরক্ষণে গুদাম নির্মাণের নির্দেশ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

যে কারণে আবার ক্ষমতায় আসবেন হাসিনা: ইকোনমিস্ট

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসের বিচার শুরু