আইসিসির ‘মাস সেরা’ তালিকায় বাংলাদেশের নাহিদা!
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ দুপুর ১২:০৫, বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১, ২৩ অগ্রহায়ণ ১৪২৮

আইসিসির ‘মাস সেরা’ তালিকা
নিজস্ব প্রতিবেদক: আইসিসি মাস সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি ক্রিকেটার নাহিদা আক্তার।
সংস্থাটির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা।
আইসিসির বিশেষজ্ঞ প্যানেলের ৯০ শতাংশ এবং সমর্থকদের ভোটের ১০ শতাংশ বিবেচনায় এনে ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল।
নাহিদাকে মাসের সেরা নির্বাচিত করতে এই লিংকে https://www.icc-cricket.com/awards/player-of-the-month/womens-player-of-the-month গিয়ে ভোট দিতে হবে।
নভেম্বরে জিম্বাবুয়ে ও পাকিস্তানের বিপক্ষে দারুণ বোলিং করেছেন বাঁহাতি স্পিনার নাহিদা। সবমিলিয়ে গত মাসে ৪ ম্যাচে ২.২২ গড়ে ১৩ উইকেট নিয়েছেন বাঁহাতি এ স্পিনার।
নাহিদা ছাড়াও পাকিস্তানের আনাম আমিন এবং ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউজ সংক্ষিপ্ত তালিকাতে সুযোগ পেয়েছেন।