দেশে এই প্রথম বিনামূল্যে মুচিদের জন্য মার্কেট!

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৯:২১, রবিবার, ২৮ নভেম্বর, ২০২১, ১৩ অগ্রহায়ণ ১৪২৮
মুচিদের স্থায়ী পুনর্বাসন
মুচিদের স্থায়ী পুনর্বাসন

মোহাম্মাদ এনামুল হক এনা: কক্সবাজার পর্যটন শহরে মুচিদের স্থায়ী পুনর্বাসন করে বিরল দৃষ্টান্ত স্থাপন করল কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)।

ছেড়া জুতা জোড়া লাগাতে, কালি দিয়ে পালিশ করতে চর্মকারদের জন্য পৃথক মার্কেট তৈরি করে দেয়া হলো।

রাস্তায় রাস্তায় রোদ বৃষ্টিতে কষ্টকর জীবনের অবসান ঘটলো ২২ মুচি পরিবারের।

কক্সবাজারের লাল দীঘির জামে মসজিদের নিচ তলায় সমাজের পিছিয়ে পড়া মুচিদের বিনামূল্যে মার্কেটের দখল বুঝিয়ে দেয়া হয়েছে।

দেশে এই প্রথম মুচিদের জন্য বিনামূল্যে দোকানের স্থায়ী মালিক করে দেয়া হলো।

মুচিরা ফিরে পেয়েছেন রুটি রুজির ঠিকানা ও সম্মান। নিজেদের নির্দিষ্ট দোকানে গরম থেকে বাঁচতে মাথার ওপর আছে পাখা। সব মিলিয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুশীল সমাজ।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article