জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের মেধাতালিকা প্রকাশ

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:৪৭, মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১, ২২ অগ্রহায়ণ ১৪২৮
ফাইল ফটো
ফাইল ফটো

জবি প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষে ভর্তিচ্ছু আবেদনকারী শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

 

মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সপ্তম সভায় এ মেধাতালিকা প্রকাশ করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র-কল্যাণ ও আইসিটি পরিচালকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

'এ' ইউনিটে ২৩ হাজার ৯৫৫ জন, 'বি' ইউনিটে ৯ হাজার ৯৪০ জন এবং 'সি' ইউনিটে ৭ হাজার ৭৬২ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার নির্ধারিত আসনে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের প্রথম মেধাতালিকা প্রকাশ করা হবে।

মেধাতালিকাসহ বিস্তারিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.jnu.ac.bd এবং www.jnu.ac.bd) পাওয়া যাবে।

Share This Article