নারী ক্রিকেট দলের দুই সদস্য করোনায় আক্রান্ত

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:৪০, সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১, ২১ অগ্রহায়ণ ১৪২৮

স্পোর্টস ডেস্ক:
জিম্বাবুয়ে সফরে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে দারুণ খেলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। করোনার নতুন ধরন অমিক্রণ  আতঙ্কে মাঝ পথেই প্রতিযোগিতাটি স্থগিত হয়ে যায়। বাছাইপর্বের খেলা বন্ধ হওয়ায় নিয়মানুরে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বিশ্বকাপের মূলপর্বে খেলার সেই আনন্দের মধ্যেই বিষাদ বাংলাদেশ নারী দলে। দেশে ফিরেই করোনা পজিটিভ হয়েছেন নারী দলের দুই সদস্য। তাদের আইসোলেশনে নেওয়া হয়েছে।

১ ডিসেম্বর দেশে ফেরার পর হোটেল সোনারগাঁওয়ে পাঁচ দিনের কোয়ারেন্টিনে যান সালমা-জাহানারারা। সোমবার তাদের কোয়ারেন্টিন শেষ হওয়ার কথা ছিল।

আগামী বছরের মার্চে নিউজিল্যান্ডে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ হওয়ার কথা।

বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গী হয়েছে র‌্যাংকিংয়ে সাত ও আটে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে আগেই মূলপর্বে খেলা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত।

Share This Article