দেয়াল ধসে শিশুর মৃত্যু: শিশু নিহতের ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:৪৬, সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১, ২১ অগ্রহায়ণ ১৪২৮

নিউজ ডেস্কঃ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে সোমবার রিট আবেদনটি দায়ের করেছেন নিহত শিশুর বাবা নাদির হোসেনের পক্ষে অ্যাডভোকেট মনির হোসেন।

রাজধানীর আজিমপুর এলাকায় গত ৯ নভেম্বর সকালে সরকারি কলোনির পাশ দিয়ে যাওয়ার সময় দেয়াল চাপা পড়ে জিহাদ নামের সাত বছর বয়সী এক শিশু নিহত হয়।

নিহত শিশুর বাবা নাদির বলেন, জিহাদ আজিমপুরের একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়ত। প্রতিদিনের মতো তাকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম। আজিমপুর সরকারি কলোনির পাশ দিয়ে যাওয়ার সময় দেয়াল ধসে পড়লে জিহাদ চাপা পড়ে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Share This Article