মোহাম্মদপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ দুপুর ০২:১৫, সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১, ২১ অগ্রহায়ণ ১৪২৮

নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুর কলেজ গেট রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় (২৭) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তি মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
সোমবার (০৬ ডিসেম্বর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পরিচয় শনাক্ত করতে সিআইডির টিম মৃত ব্যক্তির আঙুলের ছাপ সংগ্রহ করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।