‘এক্সপোর্ট কার্গো কমপ্লেক্স’ : সহজেই বিদেশে যাবে সিলেটের রপ্তানি পণ্য !

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:১০, রবিবার, ২৮ নভেম্বর, ২০২১, ১৩ অগ্রহায়ণ ১৪২৮

সিলেটের উৎপাদিত বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানী করতে এখন থেকে আর ঢাকায় আনতে হবে না। সিলেট থেকেই সরাসরি  বিদেশে রপ্তানি করা যাবে। নবনির্মিত ওসমানী বিমানবন্দরে বিশাল ‘এক্সপোর্ট কার্গো কমপ্লেক্স’ টার্মিনাল নির্মাণের ফলেই এটা সম্ভব হয়েছে। এর মাধ্যমে এখন যে কোনো পণ্য স্বল্পমূল্যে সহজেই বিদেশ নেয়া যাবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেটের শাকসবজি, আনারস, লেবুজাতীয় ফল, পান, ফ্রোজেন ফিশ, নানাজাতের সুগন্ধি চাল, বেতের আসবাবপত্র, নকশিকাঁথা এবং কুঠির শিল্পের বিশাল বাজার রয়েছে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে। বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসীদের বিশাল অংশ সিলেটের অধিবাসী হওয়ায় সেখানকার বাজারে সিলেটের পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। আর এ সুযোগটিকে কাজে লাগাতেই হচ্ছে এতো আয়োজন।

জানা গেছে, এই কার্গো কমপ্লেক্সের ধারণক্ষমতা প্রায় ১০০ টন। পুরো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি টাকা। ইতিমধ্যে এক্সপোর্ট কার্গো কমপ্লেক্সের জন্য একটি এক্সক্লুসিভ ডেডিকেশন সিস্টেম স্ক্যানার মেশিনও স্থাপন করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে টার্মিনালের পুরো কাজ শেষ হতে আরও কিছুদিন সময় লাগবে বলেও জানায় তারা।

বিমানবন্দরের ব্যবস্থাপকের মতে, কার্গো কমপ্লেক্স ও আনুষঙ্গিক সব কাজ সম্পন্নের পর ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বিমানবন্দর পরিদর্শনে আসবে। তাদের অনুমতি পেলেই পণ্যরপ্তানির দ্বার উন্মোচিত হবে।

উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় রানওয়ের শক্তি বৃদ্ধি ও সম্প্রসারণ, নতুন টার্মিনাল ভবন নির্মাণ, বোডিং ব্রিজের সংখ্যা বৃদ্ধি ও সুপরিসর এক্সপোর্ট কার্গো কমপ্লেক্স ভবন নির্মাণ ইত্যাদি বিষয়গুলো প্রাধান্য পায়। ২০২২ সালের জানুয়ারি থেকে এখানে রপ্তানি প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


চীনের কাছে ৫০০ কোটি ডলার ঋণ চায় বাংলাদেশ

সিলেট ও রশিদপুরে কূপ খননে কাজ পেলো চীনা প্রতিষ্ঠান

রাজস্ব আদায়ের নতুন মাইলফলক ঢাকা দক্ষিণ সিটির

প্রথমবারের মতো লজিস্টিকস নীতি প্রণয়ন, গুরুত্ব পেয়েছে নৌ খাত

আদানির বিদ্যুৎকেন্দ্রের ১ ইউনিট চালু, সরবরাহ হচ্ছে ৭০২ মেগাওয়াট

নতুন বাজারে বেড়েছে তৈরি পোশাক রপ্তানি

কমেছে সোনার দাম

ব্যাংক হলিডে সোমবার, বন্ধ থাকবে পুঁজিবাজারও

বড় ঋণের অনুমোদন দিল বিশ্বব্যাংক, বাংলাদেশের জন্য ‘গেম চেঞ্জার’

বাংলাদেশের জন্য ৭ হাজার ৬৩৮ কোটি টাকা ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

রিজার্ভে যোগ হলো আরো দুই বিলিয়ন ডলার

ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)

সার্কভুক্ত দেশকে নিজস্ব মুদ্রা বিনিময়ের সুবিধা দেবে ভারত