১১২ কোটি অবৈধ টাকা বৈধ হলো ১২ কোটির ‘বিনিময়ে’

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৪০, রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১, ২০ অগ্রহায়ণ ১৪২৮
ফাইল ফটো
ফাইল ফটো

২০২১-২২ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই থেকে নভেম্বর) অপ্রদর্শিত ১১২ কোটি টাকা (কালো টাকা) বৈধ বা সাদা করা হয়েছে। এই কালো টাকা ১৫০ ব্যক্তির। তারা কর হিসেবে ১২ কোটি টাকার কিছু বেশি সরকারের কোষাগারে জমা দিয়ে টাকাগুলো বৈধ বা সাদা করেছেন।

 

১১২ কোটি টাকার মধ্যে নগদ, ব্যাংক আমানত, সঞ্চয়পত্র ও অন্যান্য আর্থিক খাতে বিনিয়োগ দেখিয়ে ৯০ কোটি টাকা বৈধ করা হয়েছে। আর বাকি টাকা বৈধ করা হয়েছে আবাসন খাত ও শেয়ার বাজারে বিনিয়োগ দেখিয়ে।

যদিও গত অর্থবছরের একই সময়ে ৫৫০ কোটি টাকা বৈধ করা হয়েছিল। জাতীয় রাজস্ব বোর্ডের সংশ্লিষ্ট দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ১২২ জন তাদের কালো টাকা বৈধ বা সাদা করেছেন। তার পরের দুই মাসে করেছেন মাত্র ২৮ জন।

এদিকে আগের অর্থবছরে (২০২০-২১) রেকর্ড পরিমাণ প্রায় ২০ হাজার ৬০০ কোটি টাকা (কালো টাকা) বৈধ বা সাদা করা হয়। প্রায় ২ হাজার কোটি টাকা সরকারকে কর দিয়ে প্রায় ১২ হাজার ব্যক্তি তাদের এই অবৈধ টাকাগুলো বৈধ করেন। তাদের মধ্যে রয়েছেন- চিকিৎসক, সরকারি চাকরিজীবী, তৈরি পোশাক রপ্তানিকারক, ব্যাংকের স্পন্সর-ডিরেক্টর, স্বর্ণ ব্যবসায়ী প্রমুখ।

Share This Article


চীনের কাছে ৫০০ কোটি ডলার ঋণ চায় বাংলাদেশ

সিলেট ও রশিদপুরে কূপ খননে কাজ পেলো চীনা প্রতিষ্ঠান

রাজস্ব আদায়ের নতুন মাইলফলক ঢাকা দক্ষিণ সিটির

প্রথমবারের মতো লজিস্টিকস নীতি প্রণয়ন, গুরুত্ব পেয়েছে নৌ খাত

আদানির বিদ্যুৎকেন্দ্রের ১ ইউনিট চালু, সরবরাহ হচ্ছে ৭০২ মেগাওয়াট

নতুন বাজারে বেড়েছে তৈরি পোশাক রপ্তানি

কমেছে সোনার দাম

ব্যাংক হলিডে সোমবার, বন্ধ থাকবে পুঁজিবাজারও

বড় ঋণের অনুমোদন দিল বিশ্বব্যাংক, বাংলাদেশের জন্য ‘গেম চেঞ্জার’

বাংলাদেশের জন্য ৭ হাজার ৬৩৮ কোটি টাকা ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

রিজার্ভে যোগ হলো আরো দুই বিলিয়ন ডলার

ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)

সার্কভুক্ত দেশকে নিজস্ব মুদ্রা বিনিময়ের সুবিধা দেবে ভারত