যে কারণে চাকরি গেল সিএনএনের সাংবাদিক ক্রিস কুমোরের

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৫৫, রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১, ২০ অগ্রহায়ণ ১৪২৮

নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে ‘অনৈতিক’ সহায়তা দেওয়ায় সিএনএন থেকে চাকরি গেল তার ভাই ক্রিস কুমোর।

নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে ‘অনৈতিক’ সহায়তা দেওয়ায় সিএনএন থেকে চাকরি গেল তার ভাই ক্রিস কুমোর। তার বিরুদ্ধে অ্যান্ড্রু কুমোকে যৌন হয়রানির একধিক অভিযোগের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করার অভিযোগ রয়েছে। 
 

এ বিষয়ে সিএনএন জানাায়, বড় ভাইকে রক্ষায় ক্রিসের ভূমিকার তথ্য এবং প্রমাণ পাওয়ার পর তাকে চাকরিচ্যুত করা হয়। খবর বিবিসির।  

সিএনএনের এই সিদ্ধান্তে ৫১ বছর বয়সী ক্রিস কুমো বলেন, ‌'সিএনএনে আমার সময় এভাবে শেষ হবে, তা চাইনি।' 

২০১৩ সালে কাজ শুরুর পর ক্রিস ধীরে ধীরে সিএনএনের অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। তিনি গত বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর, বিশ্লেষণসহ সংবাদমাধ্যমটির যাবতীয় আয়োজনেও নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন বলে জানিয়েছে বিবিসি।  

সিএনএনের বিবৃতিতে বলা হয়েছে, যৌন হয়রানির অভিযোগের বিরুদ্ধে লড়াইয়ে ভাইকে সাহায্য করতে ক্রিস কুমোর প্রচেষ্টার বিষয়টি জানতে স্বনামধন্য একটি আইনি প্রতিষ্ঠানকে নিয়োগ করা হয়েছিল। তাদের পর্যালোচনার মধ্যেই ‘নতুন তথ্য আলোর মুখ দেখে’, যার ধারাবাহিকতায় নেটওয়ার্ক তার (ক্রিস) সঙ্গে চুক্তি বাতিল করে এবং তাৎক্ষণিকভাবে তা কার্যকর করে।

এর আগে গত সপ্তাহে সিএনএন ‘ভাইকে পর্দার আড়াল থেকে সহযোগিতা করার’ চেষ্টার অভিযোগে ক্রিসকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল।

সেসময় তারা বলেছিল, ক্রিসের চাকরির আগে পরিবারকে প্রাধান্য দেওয়ার প্রয়োজনীয়তা বোঝে তারা এবং সেজন্য তার প্রশংসাও করে। তবে ভাইকে তিনি যে পরামর্শ দিয়েছিলেন তা সাংবাদিকতার নৈতিকতাবিরোধী।

নিউইয়র্কের কৌঁসুলিদের তদন্ত প্রতিবেদনে গভর্নরের বিরুদ্ধে ১১ নারী কর্মীকে যৌন হয়রানির বিষয়টি উঠে এলে অগাস্টে অ্যান্ড্রু কুমো পদত্যাগ করেন।

সোমবার নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল প্রকাশিত নথিকে দেখা গেছে, ভাইয়ের সুরক্ষায় বড় ভূমিকা পালন করতে দিতে গভর্নর কার্যালয়ের কর্মীদের ধারাবাহিক চাপে রেখেছিলেন ক্রিস।

ক্রিসকে চাকরিচ্যুত করার বিষয়টি জানিয়ে কর্মীদের উদ্দেশ্যে লেখা এক ইমেইলে সিএনএনের প্রেসিডেন্ট জেফ জুকার বলেছেন, 'এই ধরনের সিদ্ধান্ত নেওয়াটা যে সহজ নয় এবং এখানে যে জটিল অনেক বিষয় জড়িত তা বলার অপেক্ষা রাখে না।'

Share This Article


ভিয়েতনাম যুদ্ধে ব্যবহৃত মডেলের রাইফেল দিয়ে ট্রাম্পকে গুলি!

ছবি: টমাস ম্যাথিউ ক্রুকস।

ট্রাম্পের ওপর হামলাকারী কে এই টমাস ম্যাথিউ

খান ইউনিসে ইসরাইলি গণহত্যা, মুখ খুললেন জাতিসংঘ মহাসচিব

৪৬ হাজার কোম্পানি বন্ধ, পতনের মুখে ইসরাইল!

ট্রাম্পের ওপর হামলার ঘটনা হত্যাচেষ্টা: এফবিআই

ট্রাম্পের ওপরে হামলা, যা বললেন বাইডেন

গুলিতে আমার কান ফুটো হয়ে গেছে: ট্রাম্প

গাজায় ৭০ হাজারের বেশি মানুষ হেপাটাইটিসে আক্রান্ত

যুদ্ধবিরতির চুক্তি নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ইদ্দত মামলায় বেকসুর খালাস পেলেন ইমরান খান ও বুশরা বিবি

তিন ক্রু নিয়ে রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

ইসরায়েলি বাহিনী এলাকা ছাড়তেই বেরিয়ে এলো লাশের পর লাশ