নেত্রীকে নৌকা উপহার দেওয়ার প্রতিশ্রুতি আইভীর

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:৩৯, শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১, ১৯ অগ্রহায়ণ ১৪২৮

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ২০২২ সালের ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। 

শনিবার নৌকার মনোনয়ন পেয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর আগে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইভী বলেন, ২০১১ সালে আমরা একই দলের দুইজন নির্বাচন করেছিলাম। যে কারণে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ঘিরে উত্তেজনা বিরাজ করেছিল। মাননীয় প্রধানমন্ত্রী তখন উন্মুক্ত করে দিয়েছিলেন। ২০১৬ সালে প্রথম দলীয় প্রতীকে নির্বাচন হয়। মাননীয় প্রধানমন্ত্রী আমার হাতে নৌকা তুলে দেন। তখন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক সংগঠন আমাকে সহযোগিতা করেছিলেন বলেই আমি পাশ করেছিলাম। এবারো আপনারা সবাই আমার পাশে থাকবেন। ২০২২ সালের ১৬ জানুয়ারি আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দেব।

আইভী বলেন, এই শহরের মানুষ সিদ্ধান্ত নিতে ভুল করেনি। নারায়ণগঞ্জ ঐতিহ্যবাহী জেলা। নারায়ণগঞ্জের পাইকপাড়া ক্লাবেই আওয়ামী লীগের জন্ম। পরে ঢাকার রোজ গার্ডেনে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। আমি সেই ক্লাবটি সংরক্ষণ করেছি।

তিনি বলেন, অনেকে জানেন না,  ৮১ সালে মাননীয় প্রধানমন্ত্রী যখন বাংলাদেশে আসেন তখন ঢাকার বাইরে নেত্রীকে প্রথম সংবর্ধনা দিয়েছিলেন তৎকালীন মহানগর আওয়ামী লীগের সভাপতি আলী আহমদ চুনকা।

মেয়র আইভী সব আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি তাকে সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


'গাজীপুর সিটির ভোট নিয়ে অত্যন্ত সন্তুষ্ট ইসি'

উদ্ভাবনী নানা প্রযুক্তিই পারে দেশকে উন্নত করতে : স্থানীয় সরকারমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ভিসানীতি বিরোধী দলের ওপরও বর্তাবে: পররাষ্ট্রমন্ত্রী

সিলেটে ৫ মেয়রপ্রার্থীর মনোনয়ন বাতিল

মার্কিন ভিসা নিষেধাজ্ঞার হুশিয়ারি পায় বাংলাদেশ ছাড়াও যেসব দেশ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুশিয়ারিতে সরকার ভীত নয়: কৃষিমন্ত্রী

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৬ জন

ভারতের দেয়া ২০ রেলওয়ে ইঞ্জিন ঈশ্বরদীতে

বড় আকারে বিনিয়োগের প্রস্তাব সৌদির

গুচ্ছ ‘বি’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৫৬.৩২

ভোটের অপেক্ষায় গাজীপুর সিটি

জুলিও কুরি পদক বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধুর মর্যাদা এনে দিয়েছিল: মুক্তিযুদ্ধমন্ত্রী