পাবনার ঈশ্বরদীতে তিন পা, চার হাত ও দুই মাথাওয়ালা শিশুর জন্ম

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে তিন পা, চার হাত ও দুই মাথাওয়ালা শিশুর জন্ম হয়েছে। শনিবার বিকেলে ঈশ্বরদী শহরের আলো জেনারেল হাসপাতালে এই শিশুর জন্ম হয়।
তবে ভূমিষ্ঠ হওয়ার ১০ মিনিটের মধ্যেই শিশুটির মৃত্যু হয়৷ আলো জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মাসুমা আনজুম ডানা এ সব তথ্য জানান।
তিনি জানান, নাটোর জেলার লালপুর উপজেলার দূর্গাপুর গ্রামের রবি হোসেনের স্ত্রী আছিয়া বেগম নির্ধারিত সময়ের ৫০ দিন আগেই শিশুটির জন্ম দেন৷ এটি ছিল রবি হোসেনের ও আছিয়া বেগমের তৃতীয় সন্তান।
উল্লেখ্য, ২০১৭ সালে একই জেলার চাটমোহরের উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা গ্রামের স্কুল শিক্ষক রফিকুল ইসলাম-তাসলিমা দম্পতির পরিবারে জোড়া মাথাওয়ালা শিশুর জন্মের ঘটনা ঘটেছিল।
তাসলিমার প্রসববেদনা নিয়ে পাবনা শহরের একটি ক্লিনিকে ভর্তি হলে সেখানে সিজারিয়ানের মাধ্যমে জমজ মেয়ে শিশুর জন্ম হয়। জন্মের পরই মেয়ে দুটির মাথা একসঙ্গে লাগানো। পরিবার থেকে মেয়ে শিশু দুটির নাম রাখা হয়েছে রাবেয়া ও রোকাইয়া।
প্রসঙ্গত, ওই সময়ও দেশজুড়ে আলোচিত ঘটনা ছিল যমজ মাথাওয়ালা শিশুর জন্ম।