দ্বীপরাষ্ট্র কুকে প্রথম করোনার হানা

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৩৭, শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১, ১৯ অগ্রহায়ণ ১৪২৮

নিজস্ব প্রতিবেদক:
২০১৯ সালে শেষ দিকে প্রথমবারের মতো মানবদেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে কেটে গেছে দুই বছর। বিশ্বজুড়ে ২২২টি দেশের ২৪৬ মিলিয়ন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণঘাতী এই রোগ সংক্রান্ত জটিলতায় প্রাণ হারিয়েছেন বিশ্বের ৫০ লাখ মানুষ। এই মহামারি বিশ্ব অর্থনীতিসহ নানা ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে।

করোনার তিনটি ঢেউ মোকাবেলা করে সদ্য শনাক্ত ওমিক্রনের কারণে চতুর্থ ঢেউ সামলাতে প্রস্তুত হচ্ছে বিশ্ববাসী।

কিন্তু করোনার ডামাডোল থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিল দক্ষিণ প্রশান্ত মহসাগরের দ্বীপরাষ্ট্র কুক। তবে শেষ রক্ষা হলো না। কুকেও হানা দিল করোনা ভাইরাস। শনিবার দ্বীপরাষ্ট্রটিতে করোনা শনাক্ত হয় বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ থিতিয়ে আসার পর  বিশ্বে প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ কমে যাওয়ার পর কুক দ্বীপে পর্যটক প্রবেশের অনুমতি দেওয়া হয়। এর পর শনিবার আক্রান্ত হয়েছে ১০ বছর বয়সী এক কিশোরের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়।

ওই কিশোর গত বৃহস্পতিবার পরিবারের সঙ্গে কুক আইল্যান্ডে বেড়াতে আসে বলে দেশটির সরকারি সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে কুক আইল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক ব্রাউন জানান, নিউজিল্যান্ড থেকে আসা ওই কিশোরকে কোয়ারেন্টিন রাখা হয়েছে।

কুক দ্বীপের জনসংখ্যা ১৭ হাজার। টিকাকরণে বড় দেশগুলোর থেকে অনেকটাই এগিয়ে । ইতোমধ্যে দেশটিতে ৯৬ শতাংশ টিকাকরণ সম্পূর্ণ হয়েছে।

করোনার প্রথম ঢেউ শুরু হওয়ার পর বাকি বিশ্ব থেকে নিজেদের বিচ্ছিন্ন করে নিয়েছিল দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কুক। সংক্রমণ কিছুটা কমার পর গত ১৪ জানুয়ারি থেকে শুধু নিউজিল্যান্ড থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টিন ছাড়াই কুকে প্রবেশ অনুমতি দেওয়া হয়েছিল। 

Share This Article


ভিয়েতনাম যুদ্ধে ব্যবহৃত মডেলের রাইফেল দিয়ে ট্রাম্পকে গুলি!

ছবি: টমাস ম্যাথিউ ক্রুকস।

ট্রাম্পের ওপর হামলাকারী কে এই টমাস ম্যাথিউ

খান ইউনিসে ইসরাইলি গণহত্যা, মুখ খুললেন জাতিসংঘ মহাসচিব

৪৬ হাজার কোম্পানি বন্ধ, পতনের মুখে ইসরাইল!

ট্রাম্পের ওপর হামলার ঘটনা হত্যাচেষ্টা: এফবিআই

ট্রাম্পের ওপরে হামলা, যা বললেন বাইডেন

গুলিতে আমার কান ফুটো হয়ে গেছে: ট্রাম্প

গাজায় ৭০ হাজারের বেশি মানুষ হেপাটাইটিসে আক্রান্ত

যুদ্ধবিরতির চুক্তি নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ইদ্দত মামলায় বেকসুর খালাস পেলেন ইমরান খান ও বুশরা বিবি

তিন ক্রু নিয়ে রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

ইসরায়েলি বাহিনী এলাকা ছাড়তেই বেরিয়ে এলো লাশের পর লাশ