সিগন্যাল অমান্য করে গাড়ি পার, পুলিশসহ নিহত ৩

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:১১, শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১, ১৯ অগ্রহায়ণ ১৪২৮
টেন চাপায় নিহত
টেন চাপায় নিহত

চট্টগ্রামের খুলশী থানার ঝাউতলা এলাকায় চলন্ত একটি ডেমো ট্রেনের সঙ্গে বাস ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে এক পুলিশ সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হওয়ার খরব পাওয়া গেছে।

সকাল ১০টার দিকে রেল স্টেশন থেকে ডেমো ট্রেনটি ছেড়ে আসে। এ সময় যানবাহন চলাচল বন্ধের জন্য সিগন্যাল দিলেও গাড়ির চালকরা তা অমান্য করে রেল ক্রসিং পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে। মুহূর্তেই ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এছাড়া একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে পাশে সড়কে দায়িত্বরত একজন ট্রাফিক পুলিশ কনস্টেবলসহ ৩ জন নিহত হন। এছড়া সিএনজি অটোরিকশার যাত্রীসহ আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনার পর তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- পুলিশ কনস্টেবল মো. মনিরুল ইসলাম, ডালিয়া কনস্ট্রাকশনের সার্ভিস ইঞ্জিনিয়ার বাহাউদ্দিন সোহাগ (২৮) ও পাহাড়তলী কলেজের এইচএসসি পরীক্ষার্থী সাতরাজ উদ্দীন শাহীন (১৯)।

আহতরা হলেন- জয়নাল (২৬) , জোবায়েদা (২০), আদনান (৭), মোহাম্মদ (২০) জমির উদ্দীন (৫৫) , শহীদুল ইসলাম (৪০)। এছাড়া বাকিদের পরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, সকালে রেলক্রসিংয়ে ডেমো ট্রেনের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সিগন্যাল অমান্য করায় এমনটা হয়েছে।

খুলশী থানার ওসি (তদন্ত) সাকিবুর রহমান জানান, ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। তাদেরকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহ: হিট এলার্ট জারি

ধান শুকানো নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, আহত অর্ধশত

জ্যান্ত কই গলায় ঢুকে কৃষকের মৃত্যু

ফরিদপুরে দুর্ঘটনায় নিহতদের ৪ জন একই পরিবারের

স্ত্রী-সন্তানদের নিয়ে ঢাকায় ফেরার পথে শেষ পুরো পরিবার

গ্রাহকের আড়াই কোটি টাকা নিয়ে ব্যাংক ব্যবস্থাপক উধাও

১৫০ উপজেলায় ১৮৯১ প্রার্থীর মনোনয়ন দাখিল

১৭ এপ্রিল তৃতীয় ধাপের উপজেলা ভোটের তফসিল

হাতিরঝিলে মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার

দেশের যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

দেশের পথে ‘এমভি আবদুল্লাহ’, চার দেশের নৌসেনারা দিচ্ছে গার্ড

১৫ রোজার পরেই দ্রব্যমূল্য কমে গিয়েছিল বললেন নানক