চট্টগ্রাম-কক্সবাজার: ট্রেন চলবে ১০০ কিলোমিটার গতিতে!

মোহাম্মাদ এনামুল হক এনা: চট্টগ্রাম থেকে কক্সবাজার রেললাইন স্থাপনের কাজ এগিয়ে চলেছে দ্রুত গতিতে। এখন পর্যন্ত এই মেগা প্রকল্পের ৬৫ শতাংশ কাজ শেষ হয়েছে।
প্রকল্পের কাজ শেষ হলে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে চলবে ট্রেন। তখন কক্সবাজারের সঙ্গে সারাদেশে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটবে।
২০১৮ সালে শুরু হওয়া চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ প্রকল্পের কাজ ২০২২ সালের ডিসেম্বরের মধ্যেই শেষ হবে ।
নির্মাণাধীন রেলপথটির সবচেয়ে বড় আকর্ষণ ঝিনুকাকৃতির কক্সবাজার রেলওয়ে স্টেশন। ২৯ একর জমির ওপর গড়ে উঠছে দেশের একমাত্র আইকনিক এ স্টেশনটি।
১ লাখ ৮৭ হাজার বর্গফুটের স্টেশনটি নির্মিত হচ্ছে সমুদ্রসৈকত থেকে মাত্র তিন কিলোমিটার দূরে। ২১৫ কোটি টাকা খরচে নির্মিত এ স্টেশনে থাকছে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা। এটির সার্বিক অগ্রগতি ৪৪ শতাংশ।
এছাড়া পর্যটকরা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র স্টেশনের লকারে রেখে সমুদ্রস্নানে কিংবা বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে যেতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।