ইউপি নির্বাচনের ডিউতে থাকা পুলিশ সদস্যদের শরীরে ক্যামেরা

ফেনীতে ইউনিয়ন পরিষদের নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা ‘বডি ওর্ন ক্যামেরা’ ব্যবহার করছেন। রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ফেনীর ছাগলনাইয়ার পাঁচটি এবং পরশুরামের তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে পুলিশ সদস্যদের এ বিশেষ ক্যামেরা ব্যবহার করে দায়িত্ব পালন করতে দেখা যায়।
জেলা পুলিশের মিডিয়া বিভাগের পরিদর্শক মো. হাসান ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইউপি নির্বাচনে কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা ও পুলিশিং কাজের গতি বাড়ানোর জন্য পুলিশ সদস্যদের শরীরে ক্যামেরা দেওয়া হয়।
তিনি বলেন, সে আলোকে ফেনীর আটটি ইউপি নির্বাচনে ২০ জন উপ-পরিদর্শক (এসআই) শরীরে এ ক্যামেরা ব্যবহার করছেন।
তিনি আরও বলেন, ক্যামেরাগুলোতে অডিও, ভিডিও ও ছবি ক্যাপচার করার ব্যবস্থা রয়েছে। এছাড়াও জিপিএস প্রযুক্তির মাধ্যমে ক্যামেরা ব্যবহারকারীর অবস্থান সহজেই শনাক্ত করা যাবে। ইন্টারনেটের মাধ্যমে সংগৃহীত অডিও-ভিডিও কেন্দ্রীয় সার্ভারে চলে আসবে।