মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে গুলি
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ দুপুর ০১:৫৪, শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১, ১৮ অগ্রহায়ণ ১৪২৮

ফাইল ফটো
ঢাকার শেওড়াপাড়ায় এক মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে গুলি করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
গুলিবদ্ধ সজীব হোসেন লিংকনের বয়স ২৭ বছর। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ওসি হাফিজুর রহমান।
লিংকনের বাবা জিয়াউল হক জানান, তার ছেলে জমি কেনা-বেচার কাজে মধ্যস্থতা করতেন। ওই সংক্রান্ত কোনো বিরোধ থেকেই লিংকনকে হত্যার চেষ্টা হয়েছে বলে তার ধারণা।
লিংকনদের বাসা পূর্ব শেওড়াপাড়ায়। বৃহস্পতিবার রাত ১২টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরে গ্যারেজে ঢোকার সময় তিনি আক্রান্ত হন।
ওসি হাফিজুর রহমান বলেন, পেছন থেকে অন্য এক মোটরসাইকেল আরোহী লিংকনকে গুলি করে। তার পিঠে ও পায়ে গুলির চিহ্ন রয়েছে।
এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।