‘ক্রীড়াবিদরা বিশ্বের বুকে আমাদের গৌরবের একটি বড় স্থান করে দিয়েছে’

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:৩৩, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১, ১৭ অগ্রহায়ণ ১৪২৮

ক্রীড়াবিদরা বিশ্বের বুকে আমাদের গৌরবের একটি বড় স্থান করে দিয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

ক্রীড়াবিদরা বিশ্বের বুকে আমাদের গৌরবের একটি বড় স্থান করে দিয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন আয়োজিত বঙ্গবন্ধু পঞ্চম আন্তঃসার্ভিস জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা-২০২১ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমৃদ্ধ ক্রীড়াঙ্গনের স্বপ্ন দেখেছিলেন। তাঁর সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় দেশের ক্রীড়াঙ্গন সমৃদ্ধ ও সম্প্রসারিত হয়েছে। ক্রীড়াঙ্গনে সাফল্যের ধারা অব্যাহত রাখতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে। আমাদের লক্ষ্য ক্রীড়াক্ষেত্রে সারাবিশ্বে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে, অসামান্য গৌরব বয়ে আনবে।’

মন্ত্রী বলেন, ‌‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান নারীর ক্ষমতায়ন। তিনি চান নারীরা সামনের দিকে এগিয়ে যাক। প্রশাসন থেকে শুরু করে ক্রীড়াঙ্গনে সর্বত্র নারীদের প্রতিষ্ঠিত করার জন্য তাঁর নেতৃত্বাধীন সরকার কাজ করে যাচ্ছে। আমাদের সন্তানরা, বিশেষ করে নারী ক্রীড়াবিদরা দেশে ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে চমৎকার সাফল্য দেখাচ্ছে। এটা দেশের জন্য অত্যন্ত সম্মানজনক।’

এর আগে মন্ত্রী ভারোত্তোলনের বিভিন্ন শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ক্রীড়াবিদদের পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সহসভাপতি এবং প্রতিযোগিতার আয়োজক কমিটির সভাপতি উইং কমান্ডার মহিউদ্দিন আহম্মেদ (অব.), বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল মো. নজরুল ইসলাম (অব.), ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্রীড়াবিদরা এ সময় উপস্থিত ছিলেন।

Share This Article


মেয়র আতিকুলের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

টেকসই জ্বালানি ব্যবস্থা নিশ্চিতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: জ্বালানি প্রতিমন্ত্রী

৬ বিভাগে ঝড়ের পূর্বাভাস

‘বিএনপিকে চিঠি দেয়ার পেছনে সরকারের কোনো কূটকৌশল নেই’

নওগাঁয় নারীর মৃত্যুর ঘটনায় কমিটি করে তদন্ত চলছে : র‌্যাব

গত ২৪ ঘণ্টায় দেশে সাতজনের করোনা শনাক্ত

ঈদযাত্রায় কোন দিনের ট্রেনের টিকিট কবে পাওয়া যাবে

হজযাত্রী নিবন্ধনের সময় আবারও বাড়লো

আগামীকাল আটদিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে ৩০ মার্চ

২৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৬০ কোটি ডলার

নিজ হাসপাতালেই প্র্যাকটিসের সুবিধা পাবেন চিকিৎসকরা : স্বাস্থ্যমন্ত্রী