আবারও হাসপাতালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:০৪, সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ২৯ মাঘ ১৪৩০

এক মাসের মাথায় দ্বিতীয়বারের মত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। মূত্রাশয়ের সমস্যাজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন তিনি বলে জানিয়েছে পেন্টাগন।

রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় পেন্টাগন। খবর বিবিসি।

বিবৃতিতে বলা হয়, মূত্রাশয়ের সমস্যার উপসর্গ নিয়ে ৭০ বছর বয়সী অস্টিনকে ওয়াল্টার রিড মিলিটারি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। অস্টিন অসুস্থ থাকাকালীন ডেপুটি প্রতিরক্ষা সচিব ক্যাথলিন হিকসের কাছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যাবলী ও দায়িত্ব হস্তান্তর করেছেন বলেও বিবৃতিতে জানানো হয়।

গত বছরের ডিসেম্বরে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা নিয়েছিলেন অস্টিন। কিন্তু গোপনে ক্যান্সারের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, এ নিয়ে পরবর্তীতে বিতর্ক সৃষ্টি হয়। যার কারণে গত সপ্তাহে তিনি ক্ষমাও চেয়েছিলেন।

রাফাহতে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, নিহত ৬৩রাফাহতে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, নিহত ৬৩
গত বছর প্রোস্টেট ক্যান্সার নিরাময়ে অস্টিনের দেহে অস্ত্রোপচার করা হয়।

বিবৃতিতে, পেন্টাগন আরও জানিয়েছে, মন্ত্রীর হাসপাতালে ভর্তি হওয়ার ব্যাপারে হোয়াইট হাউজকে অবহিত করা হয়েছে।

চলতি বছরের প্রথম দিনই পায়ে, নিতম্বে এবং পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অস্টিন। দুই সপ্তাহের মতো হাসপাতালে ছিলেন তিনি। তবে এতটা গুরুতর অসুস্থ হয়ে যে অস্টিন হাসপাতালে ভর্তি ছিলেন সে বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার দপ্তর হোয়াইট হাউজ কিছুই জানত না।

জানুয়ারিতে আবারও হাসপাতালে যাওয়ার তিনদিন দিন পর তার অসুস্থতার ব্যাপারে জানতে পারেন বাইডেন।

বিরোধী দল হিসেবে সংসদে যাবে পিটিআইবিরোধী দল হিসেবে সংসদে যাবে পিটিআই
গোপনে তার চিকিৎসা নেওয়ার বিষয়টি স্বচ্ছতা ও দেশের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে। এরপর এ ব্যাপারে আলাদা তিনটি তদন্ত করা হয়।

আর তাই এবার তিনি হাসপাতালে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ এবং কংগ্রেসকে অবহিত করা হয়।

Share This Article


ভিয়েতনাম যুদ্ধে ব্যবহৃত মডেলের রাইফেল দিয়ে ট্রাম্পকে গুলি!

ছবি: টমাস ম্যাথিউ ক্রুকস।

ট্রাম্পের ওপর হামলাকারী কে এই টমাস ম্যাথিউ

খান ইউনিসে ইসরাইলি গণহত্যা, মুখ খুললেন জাতিসংঘ মহাসচিব

৪৬ হাজার কোম্পানি বন্ধ, পতনের মুখে ইসরাইল!

ট্রাম্পের ওপর হামলার ঘটনা হত্যাচেষ্টা: এফবিআই

ট্রাম্পের ওপরে হামলা, যা বললেন বাইডেন

গুলিতে আমার কান ফুটো হয়ে গেছে: ট্রাম্প

গাজায় ৭০ হাজারের বেশি মানুষ হেপাটাইটিসে আক্রান্ত

যুদ্ধবিরতির চুক্তি নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ইদ্দত মামলায় বেকসুর খালাস পেলেন ইমরান খান ও বুশরা বিবি

তিন ক্রু নিয়ে রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

ইসরায়েলি বাহিনী এলাকা ছাড়তেই বেরিয়ে এলো লাশের পর লাশ