দায় নিতে নারাজ দুই সিটি, তবুও থামছে না ময়লার গাড়ির ধাক্কা

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৫৮, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১, ১৭ অগ্রহায়ণ ১৪২৮

নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি নটর ডেম কলেজের এক ছাত্রসহ দুইজন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নিহত হওয়ার ঘটনার রেশ এখনো কাটেনি। কিন্তু আজ (বৃহস্পতিবার) সকাল ৮টার দিকে আরও সিটি করপোরেশনের একটি ময়লার ট্রাকের ধাক্কায় আরজু বেগম (৬০) নামে এক বৃদ্ধা আহত হয়েছেন। রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ওই ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ওই বৃদ্ধা পেশায় একজন পোশাককর্মী। সকাল ৮টার দিকে মোহাম্মদপুরের আল্লাহ করিম মসজিদের সামনে ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়।এতে তিনি কোমর ও হাতে আঘাত পান।

এদিকে গাড়িটিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্টিকার লাগানো থাকলেও দুর্ঘটনার পর পুলিশ প্রথমে জানায়, গাড়িটি ঢাকা উত্তর সিটির। তবে ঢাকা উত্তর সিটি দাবি করে, গাড়িটি তাদের নয়, এটি দক্ষিণের।

পরবর্তীতে আটক গাড়িচালকের বরাত দিয়ে পুলিশ জানায়, গাড়িটি দক্ষিণ সিটির।তবে ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ স্টিকার থাকলেও গাড়িটি তাদের নয় বলে দাবি করেছে।

মোহাম্মদপুর থানার ওসি আবদুল লতিফ জানান, পুলিশ ওই বৃদ্ধাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ময়লার গাড়ির ওই চালককে আটক করা হয়েছে।

মোহাম্মদপুর থানার এসআই নাজমুল হাসান গণমাধ্যমকে বলেন, আটক গাড়িচালক জানিয়েছেন- গাড়িটি দক্ষিণ সিটির। ঢাকা উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা তাজুল ইসলামও গাড়িটি দক্ষিণ সিটির বলে জানিয়েছেন।

তবে দক্ষিণ সিটির মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাসের দাবি করেন, ময়লার গাড়িটি তাদের নয়।

গাড়িতে তো ঢাকা দক্ষিণ সিটির স্টিকার লাগানো- এ বিষয়ে আবু নাসের বলেন, কেউ যদি দক্ষিণ সিটির স্টিকার ব্যবহার করে গাড়ি চালায়, তাহলে তো গাড়িটি দক্ষিণ সিটির হয়ে যায় না।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর রাজধানীর পান্থপথ এলাকায় উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় আহসান কবির খান নামে একজন গণমাধ্যমকর্মী মারা যান। এর আগের দিন গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটির গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান প্রাণ হারান।ঘটনার পরই শিক্ষার্থীরা নাঈমের ঘাতক গাড়িচালকের বিচার দাবিতে বিক্ষোভও করেন দক্ষিণ সিটির নগর ভবনের সামনে ও রাজধানীর বিভিন্ন জায়গায়। এ ঘটনায় গাড়িটির চালকসহ জড়িত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article

শীঘ্রই মূল্যস্ফীতি কমবে, বাড়বে জিডিপি!

কমিউনিটি ক্লিনিক: শেখ হাসিনার প্রশংসায় বিশ্বনেতারা

বৈশ্বিক আর্থিক ব্যবস্থা পুনর্গঠনে জাতিসংঘে শেখ হাসিনার পাঁচ প্রস্তাব

জাতিসংঘে অনুষ্ঠিত সাইডলাইন কনফারেন্সে প্রশংসিত বাংলাদেশ

ভিসানীতি কার্যকরের অন্যতম উদ্দেশ্য হলো সহিংসতা কমানো: ডোনাল্ড লু

জাতিসংঘে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

উন্নয়নশীল দেশগুলোর জন্য কমিউনিটি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা জনগণ হতাশায় ভুগছে: ওআইসিকে মোমেন

ব্যয় বৃদ্ধি ছাড়াই সম্পন্ন হলো থার্ড টার্মিনাল

ডেঙ্গু চিকিৎসায় ভারত থেকে এলো ৫৩ হাজার ব্যাগ স্যালাইন


বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করতে চান বাইডেন

নির্বাচনসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবি: মহাপরিচালক

ডেঙ্গুতে মৃত্যু ৯০০ ছাড়াল

২২ দিনে প্রবাসী আয় এলো ১১ হাজার ৫৫১ কোটি টাকা

তথ্য অধিকার আইন সম্পর্কে তৃণমূল পর্যায়ে জনগণকে সচেতন করতে রাষ্ট্রপতির নির্দেশ

পণ্য নিয়ে ঢাকা ছাড়লো প্রথম লাগেজ ভ্যান

গ্যাটকো মামলায় খালেদাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ অক্টোবর

ভিসা নীতিতে কাকে নিষিদ্ধ করেছে, তা জানি না : স্বরাষ্ট্রমন্ত্রী

ইইউকে চিঠির জবাব দিয়েছেন সিইসি

মার্কিন ভিসানীতি পুলিশের ওপর কোনো প্রভাব ফেলবে না : ডিএমপি মুখপাত্র

অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়, আল-জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী