ফিলিপাইনে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১৬

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:৪২, বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০

ইলোইলো প্রদেশ থেকে যাত্রীবাহী বাসটি মঙ্গলবার বিকেলে পাহাড়ি পথ দিয়ে এন্টিকের কুলাসি শহরের দিকে যাওয়ার সময় একটি ঘূর্ণায়মান রাস্তায় ব্রেকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি ৩০ মিটার গভীর একটি খাদে পড়ে যায়।

ফিলিপাইনে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে অ্যান্টিক প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়েছে, অ্যান্টিক প্রদেশের গভর্নর রোডোরা কাদিয়াও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাদেশিক গভর্নর ডিজেডআরএইচ রেডিও স্টেশনকে বলেছেন, ইলোইলো প্রদেশ থেকে যাত্রীবাহী বাসটি মঙ্গলবার বিকেলে পাহাড়ি পথ দিয়ে এন্টিকের কুলাসি শহরের দিকে যাওয়ার সময় একটি ঘূর্ণায়মান রাস্তায় ব্রেকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি ৩০ মিটার গভীর একটি খাদে পড়ে যায়।

তিনি বলেন, আমরা ওই এলাকাটিকে হত্যাকারী বক্ররেখা বলি। এর আগেও ওই রাস্তায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়েছিল।

অ্যান্টিকের প্রাদেশিক সরকার ফেসবুকে এক পোস্টে জানিয়েছে, উদ্ধার কার্যক্রম ইতিমধ্যে শেষ করা হয়েছে। বাসটিতে ৫৩ জন যাত্রী ছিল বলে জানা গেছে। তবে এখনও এ সংখ্যা যাচাই করা যায়নি। আহতদের মধ্যে হাসপাতালে আটজন গুরুতর অবস্থায় রয়েছে এবং চারজনের অবস্থা স্থিতিশীল।

Share This Article


কাশ্মিরে সন্ত্রাসী হামলায় ৪ ভারতীয় সেনা নিহত

ভিয়েতনাম যুদ্ধে ব্যবহৃত মডেলের রাইফেল দিয়ে ট্রাম্পকে গুলি!

ছবি: টমাস ম্যাথিউ ক্রুকস।

ট্রাম্পের ওপর হামলাকারী কে এই টমাস ম্যাথিউ

খান ইউনিসে ইসরাইলি গণহত্যা, মুখ খুললেন জাতিসংঘ মহাসচিব

৪৬ হাজার কোম্পানি বন্ধ, পতনের মুখে ইসরাইল!

ট্রাম্পের ওপর হামলার ঘটনা হত্যাচেষ্টা: এফবিআই

ট্রাম্পের ওপরে হামলা, যা বললেন বাইডেন

গুলিতে আমার কান ফুটো হয়ে গেছে: ট্রাম্প

গাজায় ৭০ হাজারের বেশি মানুষ হেপাটাইটিসে আক্রান্ত

যুদ্ধবিরতির চুক্তি নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ইদ্দত মামলায় বেকসুর খালাস পেলেন ইমরান খান ও বুশরা বিবি

তিন ক্রু নিয়ে রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত