বাগেরহাটে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:৪২, বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

বাগেরহাটের রামপালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  মঙ্গলবার রাত ৯টায় খুলনা-মোংলা জাতীয় মহাসড়কে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারের পাশে এ ঘটনা ঘটে।

বাসে আগুন দেয়ার খবর পেয়ে রামপাল ফায়ার সার্ভিস, এলাকাবাসি ও থানা পুলিশ এসে ঘণ্টাখানেক প্রচেষ্টা পর আগুন নিভাতে সক্ষম হয়। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আশরাফুল আলম জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে রামপালের ফয়লা এলাকায় একটি বাস পার্কিং করা ছিল। বাসটি খুলনা-মোংলা রুটে চলাচল শেষে যাত্রীদের নামিয়ে পার্কিং করে। এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে এলাকাবাসির সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘণ্টাখানেক প্রচেষ্টার পর আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করছে।

বিষয়ঃ আগুন

Share This Article