করোনা মোকাবিলায় ভারত-পাকিস্তানকে ছাড়াল বাংলাদেশ!
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ বিকাল ০৩:৩৩, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১, ১৭ অগ্রহায়ণ ১৪২৮

ফাইল ফটো
মোহাম্মাদ এনামুল হক এনা: বৈশ্বিক মহামারি কোভিড-১৯ মোকাবিলায় ১৮ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ফলে অক্টোবরের তুলনায় নভেম্বর মাসে বিশ্বের ৫৩টি দেশের মধ্যে বাংলাদেশ ১৭তম স্থানে উঠে আসল।
গত অক্টোবরে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৩৫তম। ৩০ নভেম্বর মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রকাশিত কোভিড সহনশীলতা সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে করোনায় দৈনিক মৃত্যুর নিম্নহারের কারণে সহনশীলতার এই সূচকে বড় ধরনের অগ্রগতি হয়েছে বাংলাদেশের।
সূচকে বাংলাদেশ আছে ১৭ তম স্থানে আর ২৬ তম স্থানে আছে ভারত। এছাড়া ৩৯ তম স্থানে আছে পাকিস্তান।
বিষয়ঃ
কোভিড-১৯