পাকিস্তানে তুষার ধসে ১১ মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিতঃ সকাল ১০:২৫, রবিবার, ২৮ মে, ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

পাকিস্তানের উত্তরাঞ্চলে তুষার ধসে একটি যাযাবর সম্প্রদায়ের চার বছর বয়সী একটি শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।
গোষ্ঠীটি তাদের ছাগলের পাল নিয়ে শাউন্টার গিরিপথের পার্বত্য এলাকা পার হওয়ার সময় তুষার ধসের ঘটনাটি ঘটে। এতে আরও ২৫ জন আহত হয়েছেন।
বিবিসি জানিয়েছে, ২৭ মে, ভোররাতে গিলগিট বালতিস্তান অঞ্চলের আসতুরে জেলার সঙ্গে পাকিস্তান শাসিত কাশ্মীরের আজাদ কাশ্মীরকে সংযোগকারী এই গিরিপথটির একটি অংশে ঘটনাটি ঘটেছে।
ওই অঞ্চলের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জিয়ারাত আলি জানিয়েছেন, যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে চারজন নারী ও চার বছর বয়সী একটি শিশু রয়েছে।
উদ্ধার অভিযান শুরু করা হলেও প্রত্যন্ত এলাকা ও বন্ধুর পার্বত্য এলাকা হওয়ায় ঘটনাস্থলে পৌঁছতে উদ্ধারকারী দলগুলোকে বেগ পেতে হচ্ছে।