রেমিট্যান্স এর গতি বৃদ্ধি: শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৫৩, রবিবার, ২৬ মার্চ, ২০২৩, ১২ চৈত্র ১৪২৯

বৈদেশিক মুদ্রার সংকটের মধ্যে আশা দেখাচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। এটি ক্রমাগতই বাড়ছে। যদিও করোনাভাইরাসের ব্যাপক বিস্তারের ফলে রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমে গিয়েছিল, তবে চলতি বছরের শুরুতে ইতিবাচক ধারায় ফিরেছে প্রবাসী আয়। এতে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১৫৬ কোটি ১২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১৬ হাজার ৭০ কোটি টাকা। আর চলতি মার্চ মাসের প্রথম ১৭ দিনেই প্রবাসী আয় এসেছে ১১৬ কোটি ৪১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। রেমিট্যান্সের এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে ২০২২-২৩ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই থেকে জানুয়ারি) পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ২৪৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ১৯৪ কোটি ৪০ লাখ টাকা। সেই হিসাবে অর্থবছরের প্রথম সাত মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৫০ কোটি ৮০ লাখ ডলার।

জানা গেছে, ২০২২ সালে প্রচুর সংখ্যক বাংলাদেশি বিদেশে কাজ নিয়ে যাওয়ার ফলে তাদের পাঠোনো রেমিট্যান্স আসতে শুরু করেছে এবং মোট রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, দুই মাস ধরেই রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী ধারা দেখা যাচ্ছে। ঈদকে কেন্দ্র করে এই ঊর্ধ্বমুখী ধারা আগামী কয়েক মাস অব্যাহত থাকবে।

খাত সংস্লিষ্টরা বলছেন, রেমিট্যান্স বাড়ার পেছনে রয়েছে সরকারের নানা উদ্যোগ। এর মধ্যে নগদ প্রণোদনা, ফি মওকুফ, রেমিট্যান্স প্রেরণকারীদের সিআইপি সম্মাননা, রেমিট্যান্স বিতরণ প্রক্রিয়া সম্প্রসারণ ও সহজ করা, অনিবাসী বাংলাদেশিদের জন্য বিনিয়োগ ও গৃহায়ন- অর্থায়ন সুবিধা দেওয়া। মূলত এসব সুবিধা প্রাপ্তিতে উৎসাহিত হয়ে প্রবাসীরা বৈধ উপায়ে দেশে রেমিট্যান্স পাঠাতে অধিক আগ্রহী হয়ে ওঠেন।

Share This Article


চীনের কাছে ৫০০ কোটি ডলার ঋণ চায় বাংলাদেশ

সিলেট ও রশিদপুরে কূপ খননে কাজ পেলো চীনা প্রতিষ্ঠান

রাজস্ব আদায়ের নতুন মাইলফলক ঢাকা দক্ষিণ সিটির

প্রথমবারের মতো লজিস্টিকস নীতি প্রণয়ন, গুরুত্ব পেয়েছে নৌ খাত

আদানির বিদ্যুৎকেন্দ্রের ১ ইউনিট চালু, সরবরাহ হচ্ছে ৭০২ মেগাওয়াট

নতুন বাজারে বেড়েছে তৈরি পোশাক রপ্তানি

কমেছে সোনার দাম

ব্যাংক হলিডে সোমবার, বন্ধ থাকবে পুঁজিবাজারও

বড় ঋণের অনুমোদন দিল বিশ্বব্যাংক, বাংলাদেশের জন্য ‘গেম চেঞ্জার’

বাংলাদেশের জন্য ৭ হাজার ৬৩৮ কোটি টাকা ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

রিজার্ভে যোগ হলো আরো দুই বিলিয়ন ডলার

ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)

সার্কভুক্ত দেশকে নিজস্ব মুদ্রা বিনিময়ের সুবিধা দেবে ভারত