রোহিঙ্গা প্রত্যাবাসন: টেকনাফে মিয়ানমারের প্রতিনিধি দল

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৪২, বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ১ চৈত্র ১৪২৯

মিয়ানমারের ২২ সদস্যের একটি প্রতিনিধি দল টেকনাফের দমদমিয়া ট্রানজিট ক্যাম্পে এসে পৌঁছেছেন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা জানিয়েছেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের তালিকা যাচাই করতে বুধবার সকালে প্রতিনিধি দলটি টেকনাফে আসে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানের সঙ্গে তাদের বৈঠক করার কথা রয়েছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় (আরআরআরসি) সূত্রে জানা যায়, বাংলাদেশ থেকে পাঠানো তালিকা মিয়ানমার যাচাই-বাছাই করে ফিরতি তালিকা দিয়েছিল। ওই তালিকার অনেক রোহিঙ্গা দম্পতির পরিবারেই নতুন করে সন্তান জন্ম নিয়েছে। আর এর সত্যতা যাচাই করতে মূলত দুই দেশের এই বৈঠক।

মোহাম্মদ সামছু-দ্দৌজা বলেন, বুধবার সকালে মিয়ানমার প্রতিনিধি দল বাংলাদেশের টেকনাফে এসে পৌঁছেছেন। তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন না। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের সঙ্গে রোহিঙ্গাদের নিয়ে একটি বৈঠক শেষেই তারা মিয়ানমারে ফিরে যাবেন।

এদিকে মিয়ানমারের প্রতিনিধি দলের আগমনকে ঘিরে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় নতুন সম্ভাবনা দেখা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

২০১৭ সালে রোহিঙ্গারা পালিয়ে আসার পর মিয়ানমারের প্রতিনিধি দল ক্যাম্প পরিদর্শনে আসেন। সেসময় ওই প্রতিনিধি দল রোহিঙ্গা নেতাদের সঙ্গে বৈঠক করে। প্রতিনিধি দলটি মিয়ানমারে ফিরতে রোহিঙ্গাদের শর্ত দিয়ে প্রস্তাব দিয়েছিল। কিন্তু তাতে রাজি হননি রোহিঙ্গারা।

Share This Article


সন্তানকে হত্যা করে বিষপানের ঘোষণা নারীর

প্রথমবারের মতো ঝিনাইদহের আম যাচ্ছে ইংল্যান্ডে

গাজীপুরে আগুনে পুড়ে গেছে ৮টি ঝুট গোডাউনের মালামাল

লাউয়াছড়ায় রেলের বগি লাইনচ্যুত

স্ত্রীর মামলায় বরখাস্ত আলোচিত সেই এএসপি

খুলনায় মেয়র পদে ৩ জনের মনোনয়নপত্র বৈধ

লক্ষ্মীপুরে বিয়েতে টক দই নিয়ে সংঘর্ষ, আহত ১৫

সংবিধান অনুযায়ী কমিশন নিরপেক্ষ নির্বাচন করবে : রাষ্ট্রপতি

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে দুই সেনা নিহত

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিক যুগলের আত্মহত্যা!

পান খাইয়ে সর্বস্ব লুট, অজ্ঞান পার্টির ছয় সদস্যের বিরুদ্ধে চার্জশিট

একই রশিতে দুই বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার