বাজার মূলধন বেড়েছে ২৮৬৫ কোটি টাকা

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:০৫, শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ৭ মাঘ ১৪২৯

বাংলাদেশের শেয়ারবাজারে গত সপ্তাহে অধিকাংশ সময় সূচকের উত্থানের ধারা অব্যাহত ছিল। এ সময় বাজারে লেনদেন ও সূচক বেড়েছে। আলোচ্য সময়ে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৮৬৫ কোটি ৯০ লাখ টাকা।

শনিবার (২১ জানুয়ারি) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।


 

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৫৪ হাজার ৬৯২ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকা। সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫৬ হাজার ৮৪১ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার টাকা। আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ২ হাজার ১৪৯ কোটি ৩০ লাখ ৬ হাজার টাকা।

ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হয়েছে ৩ হাজার ৮৫০ কোটি ৫২ লাখ ১১ হাজার টাকার শেয়ার ও ইউনিট। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ১২১ কোটি ৪০ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট। আলোচ্য সময়ে লেনদেন বেড়েছে ১ হাজার ৭২৯ কোটি ১১ লাখ ৫৩ হাজার টাকা।

ডিএসইতে গেলো সপ্তাহে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৪টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত ছিল ২০৭টির।


সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬৫ পয়েন্টে, ডিএসইএস শরিয়া সূচক ১৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৭ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহের শেষ দিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৪৫ হাজার ২৭১ কোটি ৭৯ লাখ টাকা। গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৪৪ হাজার ৫৫৫ কোটি ১৯ লাখ টাকা। আলোচ্য সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বাজার মূলধন বেড়েছে ৭১৬ কোটি ৬০ লাখ টাকা।

গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ১০৪ কোটি ৫৫ লাখ ৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আলোচ্য সময়ে লেনদেন বেড়েছে ৫৬ কোটি ৯১ লাখ টাকা।

সপ্তাহের ব্যবধানে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৭৬ পয়েন্টে। সিএসসিএক্স ৭৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭২ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৬৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩০৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে গত সপ্তাহে মোট ৩০০ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯১টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত ছিল ১৫৫টির।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


রেমিট্যান্সে শীর্ষে ঢাকা, তারপর চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা

‘অভিজ্ঞতার আলোকে ব্যাংক একীভূতকরণে নতুন প্রস্তাব গ্রহণ করা হবে’

প্রবাসী আয়ের শীর্ষে ঢাকা, এরপর চট্টগ্রাম সিলেট কুমিল্লা 

ব্রাজিলে তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছে বাংলাদেশ

কোরবানিতে ব্রাজিল থেকে গরু পাঠানোর অনুরোধ বাণিজ্য প্রতিমন্ত্রীর

দক্ষিণ আমেরিকায় বাংলাদেশি পণ্যের বাজার বাড়াতে সাহায্য করবে ব্রাজিল

এবার একীভূত হচ্ছে সিটি ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংক

ঈদের আগে আরেক দফা বাড়লো সোনার দাম

বৃদ্ধির পথে রিজার্ভ: বাড়ল ৫১ কোটি ডলার!

ঈদ ঘিরে জমজমাট ভৈরবের জুতাশিল্প, ২০০ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা

পোশাকের নতুন বাজার: আওয়ামীলীগ সরকারের শাসনামলে ১০ গুণ বেড়েছে রপ্তানি!

ঈদে যেসব জায়গায় পাওয়া যাচ্ছে নতুন নোট