দেশে হাসপাতালের সংখ্যা ও শয্যা সংখ্যা বেড়েছে : চিফ হুইপ

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:৪৫, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ১৩ পৌষ ১৪২৮

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ হতনা আর তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে না থাকলে বাংলাদেশের এই উন্নয়ন অগ্রযাত্রা বেগবান হতো না।

 পদ্মা সেতু, মেট্রোরেল, পারমাণবিক বিদ‌্যুৎ প্রকল্প, কর্ণফুলি টানেল নির্মাণসহ অসংখ্য মেগা প্রকল্প বাস্তবায়ন সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রীর নিষ্ঠা, সততা, নিরলস পরিশ্রম ও যোগ্য নেতৃত্বের জন্য বলেও জানান তিনি।
 
রাজধানীর শাহাবাগে সোমবার (২৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয়ের মিলন হলে ক্যান্সার মিশন ফাউন্ডেশন আয়োজিত ক্যান্সার আক্রান্ত রোগীদের সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
 
চিফ হুইপ বলেন, ‘এই কোভিড-১৯ মহামারিকালীনও বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। প্রধানমন্ত্রীর দূরদর্শিতা ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং চিকিৎসাসেবা মানুষের দোরগড়ায় পৌঁছে দেওয়ার কারণে মহামারি মোকাবেলা সম্ভব হয়েছে।’ 

বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশে হাসপাতালের সংখ্যা ও শয্যা সংখ্যা বেড়েছে। উন্নত আধুনিক চিকিৎসা সরঞ্জাম বেড়েছে, বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সের সংখ্যা বেড়েছে। তার পরও মানুষ বিদেশে চিকিৎসার জন্য যাচ্ছে। বাংলাদেশের চিকিৎসা সেবার প্রতি মানুষের আস্থা যেন আরও বাড়ে সে বিষয়ে চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের সুব্যবস্থাপনা নিশ্চিত করা দরকার।’
 
তিনি বলেন, ‘বিদেশের অনেক সুনামধন্য হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের অনেক মেধাবী ডাক্তার এবং শিক্ষক রয়েছেন। সেখানে তারা সাফল্যের সঙ্গে নিজেদের পেশাগত দক্ষতার পরিচয় দিয়েছেন। দেশের মাটিতে এসে এই সেবা দিলে জাতি উপকৃত হত। বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রবণতাও অনেকাংশে কমে যেত।’

Share This Article