করোনার বুস্টার ডোজ কেন জরুরি ?
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১৪, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ১৩ পৌষ ১৪২৮

করোনার বুস্টার ডোজ
টিকা নিলেও সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকে শরীরের অ্যান্টিবডির কার্যকারিতা।
গবেষণায় দেখা গেছে, দুই ডোজ টিকা নেওয়ার পর শরীরে যে পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়, বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ নিলে তৈরি হয় তার চেয়ে অনেক বেশি।
অন্যদিকে, অ্যান্টিবডির গুনগত মান কয়েকগুন বেড়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি সক্রিয় হয়। ফলে বুস্টার ডোজের উপর অধিক জোর দিচ্ছেন চিকিৎসকরা।
বিষয়টি বিবেচনায় নিয়ে ইতোমধ্যে বাংলাদেশেও শুরু হয়েছে বুস্টার ডোজ প্রয়োগ।
এই কার্যক্রমে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার টিকা দেওয়া হবে।
প্রথম পর্যায়ে এই বুস্টার ডোজ পাবেন ষাটোর্ধ্ব ব্যক্তিরা ও করোনাকালে সম্মুখসারির যোদ্ধারা। তাঁরা আগে যে কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেই কেন্দ্র থেকেই বুস্টার ডোজ পাবেন।
বুস্টার ডোজের জন্য আলাদা করে নিবন্ধনের প্রয়োজন নেই বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।