চট্টগ্রামে ছাত্রলীগ কর্মী রাজু হত্যায় ছয়জনের যাবজ্জীবন

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:২৭, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ১৩ পৌষ ১৪২৮
ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত
ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ছাত্রলীগকর্মী নূরুল আলম রাজুকে হত্যার দায়ে ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া রায়ে দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়। দোষ প্রমাণ না হওয়ায় ১৪ জনকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হক এই রায় ঘোষণা করেন।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আইয়ুব খান এই তথ্য নিশ্চিত করে বলেন, মামলাটির ২২ আসামির মধ্যে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করেছেন আদালত। দুই আসামি শিশু হওয়ায় তাদের বিচার অন্য আদালতে চলছে। দোষ প্রমাণ না হওয়া খালাস পেয়েছেন ১৪ জন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- খোরশেদ, জহির, রকি, আইয়ুব, দীপু ও ইমন।

২০১৪ সালের ২৩ নভেম্বর পাঁচলাইশ থানাধীন বিবিরহাট এলাকার নিজ বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয় ছাত্রলীগকর্মী রাজুকে। এ ঘটনায় নিহতের ভাই কুতুবুল আলম বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ২২ জনকে আসামি করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ইমন ও দিপু আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত বাকিরা পলাতক।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় আপাতত বহাল

রিটকারী শিশু উমাইর বিন সাদী ও তার মা অ্যাডভোকেট ইশরাত হাসান -ছবি : সংগৃহীত

পিতৃত্বকালীন ছুটি চেয়ে হাইকোর্টে রিট ৬ মাসের শিশুর

সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশ

সাংবাদিকদের ‘সতর্কতা’র বিষয়ে যা বললেন অতিরিক্ত আইজিপি মনিরুল

মামুনুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মতিউরসহ পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিচারককে মারধরের মামলায় একজন কারাগারে

‘সময়মতো হাজির না হলে সাফাইয়ের আর সুযোগ পাবেন না বেনজীর’

রাফসান দ্য ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দেশে রোহিঙ্গা ভোটার কত, জানতে চান হাইকোর্ট

ঢাকা ওয়াসার ডিএমডি ইয়াজদানির বরখাস্তের সিদ্ধান্ত হাইকোর্টে বাতিল

খেলাপি ঋণের লাগাম টানতে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী