চট্টগ্রামে ছাত্রলীগ কর্মী রাজু হত্যায় ছয়জনের যাবজ্জীবন

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:২৭, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ১৩ পৌষ ১৪২৮
ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত
ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ছাত্রলীগকর্মী নূরুল আলম রাজুকে হত্যার দায়ে ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া রায়ে দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়। দোষ প্রমাণ না হওয়ায় ১৪ জনকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হক এই রায় ঘোষণা করেন।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আইয়ুব খান এই তথ্য নিশ্চিত করে বলেন, মামলাটির ২২ আসামির মধ্যে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করেছেন আদালত। দুই আসামি শিশু হওয়ায় তাদের বিচার অন্য আদালতে চলছে। দোষ প্রমাণ না হওয়া খালাস পেয়েছেন ১৪ জন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- খোরশেদ, জহির, রকি, আইয়ুব, দীপু ও ইমন।

২০১৪ সালের ২৩ নভেম্বর পাঁচলাইশ থানাধীন বিবিরহাট এলাকার নিজ বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয় ছাত্রলীগকর্মী রাজুকে। এ ঘটনায় নিহতের ভাই কুতুবুল আলম বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ২২ জনকে আসামি করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ইমন ও দিপু আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত বাকিরা পলাতক।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


সগিরা মোর্শেদ হত্যা মামলার ২ জনের যাবজ্জীবন

সগিরা মোর্শেদ হত্যা মামলার রায় আজ

সাজা থেকে বাঁচতে কোটি কোটি টাকা ছাড়তে হচ্ছে ড. ইউনূসকে!

রোজায় স্কুল বন্ধ থাকবে কি না, আপিল বিভাগে শুনানি শুরু

রোজায় বিদ্যালয় বন্ধ রাখার আদেশ বহাল

ধর্ষণকাণ্ডে ছাত্রলীগ নেতাসহ ৭ জনকে শাস্তি দিল জাবি

মেজ মেয়েকেও নিজের জিম্মায় নিতে জাপানি মায়ের আপিল

সুপ্রিম কোর্টে মারামারি: ব্যারিস্টার কাজল চার দিনের রিমান্ডে

চাঁদাবাজির মামলায় তিন ভাইয়ের কারাদণ্ড

জামিন পেলেন বিএনপি নেতা মেজর হাফিজ

রোজায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ থাকবে: হাইকোর্ট

সুপ্রিম কোর্ট বারের সভাপতি খোকন, সম্পাদক মঞ্জুরুল