১১ মাসে কানাডায় পুলিশের গুলিতে ৩২ জনের মৃত্যু

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:০৫, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১, ১৩ পৌষ ১৪২৮

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত ১১ মাসে কানাডার পুলিশ মোট ৬৪ জনকে গুলি করেছে। এর মধ্যে ৩২ জন মারা যান। দেশটির সংবাদমাধ্যম কানাডিয়ান প্রেসের বরাতে আনাদোলু নিউজ এজেন্সি এই প্রতিবেদন প্রকাশ করেছে। 

খবরে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ১১ মাসে দেশটির পুলিশ ৬৪ জনকে গুলি করেছে। এর মধ্যে ৩২ জন মারা যান। যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ বিচারবর্হিভুত হত্যা। 

দেশটির আলবের্টা প্রদেশিক পুলিশের উপদেষ্টা ও আলবের্টা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিদ্যা বিভাগের অধ্যাপক টেমিটপ অরিয়লা বলেন, আমি পুলিশের এই নির্মম আচরণে গভীর উদ্বিগ্ন। তিনি পুলিশের এ আচরণ বিধির পরিবর্তন চান।

খবরে আরও বলা হয়েছে, এর আগের বছর অর্থ্যাৎ ২০২০ সালে দেশটির পুলিশ ৬০ জনকে গুলি করে। এদের মধ্যে ৩৬ জন প্রাণ হারান। ২০২০ সালে পুলিশের গুলিতে এক বছরের এক শিশুও নিহত হয়েছিল। গত বছরের ডিসেম্বরে অন্টারিও প্রদেশে একটি গাড়ি থামাতে গুলি চালালে এর ভেতর গুলিবিদ্ধ হয়ে শিশুটি নিহত হয়।

গত দুই বছর যাদের গুলি করে হত্যা করেছে পুলিশ, তাদের বেশিরভাগই তরুণ, অর্ধেকই উপজাতি এবং ১৭ শতাংশ কৃষ্ণাঙ্গ। ৮১ শতাংশ পুলিশের গুলির ঘটনার পেছনে ছিল অস্ত্রধারীদের হামলা প্রতিহত করার প্রচেষ্টা। এর মধ্যে ছুরি হামলা ৫২ শতাংশ এবং বন্দুক হামলা ৩১ শতাংশ।

Share This Article


ক্রমশ শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, তৈরি হবে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

মুক্তি পেলেন পিটিআই নেতা কুরেশি

ইসরাইলি সেনার গুলিতে ফিলিস্তিনি শিশুর মৃত্যু

ভারতের রুশ-নির্ভরতা কমাতে যা করবে জার্মানি

প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান

যে অঙ্গীকার করলেন তুরস্কের নতুন প্রতিরক্ষামন্ত্রী

ভারতে ট্রেন দুর্ঘটনা: এখনও শনাক্ত হয়নি ১০১ মৃতদেহ

ভারতে অবৈধভাবে বসবাসের দায়ে ১৮ বাংলাদেশি গ্রেপ্তার

চলতি সপ্তাহেই সৌদিতে ফের দূতাবাস চালু করছে ইরান

হঠাৎ নমনীয় যুক্তরাষ্ট্র-চীন

রুশ হামলায় ইউক্রেনের ২৫০ সেনা নিহত

সোমালিয়ায় সামরিক ঘাঁটিতে হামলা, উগান্ডার ৫৪ সেনা নিহত