উইঘুরদের নির্যাতনে কমিউনিস্ট পার্টির জিনাজিয়াং শাখাপ্রধানকে অপসারণ
বাংলাদেশের কথা ডেস্ক
প্রকাশিতঃ দুপুর ০২:৪১, সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ১২ পৌষ ১৪২৮

চীনা কমিউনিস্ট পার্টির জিনজিয়াং শাখার প্রধান শেন কুয়ানগুয়োকে অপসারণ করা হয়েছে। তার পদে নিয়োগ দেওয়া হয়েছে দেশটির অর্থনীতির অন্যতম ‘পাওয়ারহাউস’ হিসেবে পরিচিত গুয়াংডং প্রদেশের গভর্নর মা জিনগ্রুইকে।
ধর্মীয় কট্টরপন্থা দমনের নামে জিনজিয়াংয়ের উইঘুর ও অন্যান্য মুসলিমদের ওপর নিপীড়ন চালানোর অভিযোগে তাকে অপসারণ করা হয়েছে বলে সোমবার এক প্রতিবেদেন জানিয়েছে দেশটির সরকারি বার্তাসংস্থা সিনহুয়া নিউজ।
১৯৪৯ সালের কমিউনিস্ট বিপ্লবের পর থেকে দেশটির রাজনৈতিক, শাসনতান্ত্রিক, অর্থনৈতিক- এককথায় সর্বময় ক্ষমতার অধিকারী চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। পার্টির জিনজিয়াং শাখার প্রধান হিসেবে শেন কুয়ানগুয়ো দায়িত্বপ্রাপ্ত হন ২০১৬ সালে।
বিষয়ঃ
বিশ্ব সংবাদ