৫২০ ড্রোন উড়িয়ে ১৩ লাখ টাকা খরচ করে কুকুরের জন্মদিন পালন!

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:৪৯, সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ১২ পৌষ ১৪২৮

অনেকেই নিজেদের বা সন্তানের জন্মদিন ধুমধাম করে পালন করেন। কেউ আবার নিজের পোষা প্রাণীরও জন্মদিন পালন করেন। 

কিন্তু কখনও শুনেছেন লাখ লাখ টাকা খরচ করে পোষ্যের জন্মদিন পালন করা হচ্ছে? বিশ্বাস না হলেও, এমনটাই করলেন এক নারী। ১১ হাজার ৭০০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১৩ লাখ ৪২ হাজার টাকা) খরচ করে রাজকীয়ভাবে পোষ্য কুকুরের জন্মদিন পালন করে খবরের শিরোনামে তিনি।

ঘটনাটি ঘটেছে চীনের হুনান প্রদেশে। গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, লাখ লাখ টাকা খরচ করে ডু ডু নামে এক পোষ্য কুকুরের জন্মদিন পালন করেছেন তার মালকিন। শুধু তাই নয়, ডু ডু’র জন্মদিনকে স্মরণীয় করে রাখতে ৫২০টি ড্রোন শোয়ের আয়োজনও করা হয়েছিল। ৩০ মিনিট ধরে সেই শো চলে। পুরো অনুষ্ঠানের জন্য একটি সংস্থাকে বরাত দেন ওই নারী।

Share This Article