তুষারপাতের কারণে জাপানে শতাধিক ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্কঃ জাপানি বিমান সংস্থা অল নিপ্পন এয়ারওয়েজ জানায়, রোববার বিকেল ৪টা পর্যন্ত ৭৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এয়ারলাইনসটির অপারেশন ডিরেক্টর হিরোকি হায়াকাওয়া বলেন, এই ফ্লাইটগুলো বাতিল করার কারণে ৫ হাজারের বেশি যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়েছে।
জাপানি এয়ারলাইনসের এক প্রতিনিধি জানান, ভারী তুষারপাতের কারণে সংস্থাটি বিকেল ৪টা পর্যন্ত সংস্থাটির ৪৯টি ফ্লাইট বাতিল করেছে। এর প্রভাব পড়েছে ২ হাজার ৪৬০ জন যাত্রীর ওপর।
এদিকে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করোনাভাইরাসের অতিসংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন অত্যন্ত দ্রুততার সঙ্গে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। সংক্রমণের ব্যাপক ঊর্ধ্বগতিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিনের আবহেও বিশ্বের বহু দেশে জারি রয়েছে বিধিনিষেধ।
দেশে দেশে ওমিক্রনে সংক্রমণের ঊর্ধ্বগতিতে সৃষ্ট আতঙ্কে বিশ্বজুড়ে ক্রিসমাস উইকেন্ডের নির্ধারিত সাড়ে চার হাজারেরও বেশি বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে।