চতুর্থ ধাপে ইউপি ভোট আনন্দমুখর ও সুষ্ঠুভাবে হয়েছে

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:০৩, রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ১১ পৌষ ১৪২৮
নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট আনন্দমুখর পরিবেশ সুষ্ঠুভাবে হয়েছে। 

২৬ ডিসেম্বর (রোববার) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ইউপি ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

দেশের বিভিন্ন জেলায় আজ ৮৩৬টি ইউনিয়নে মোট ৯ হাজার ২২৪টি কেন্দ্রে ভোট হয়।

সচিব বলেন, সবকিছু মিলিয়ে আমরা দেখেছি নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়েছে, আনন্দমুখর পরিবেশে হয়েছে এবং জনগণের সম্পৃক্ততা ছিল। যেমনটা আমরা আশা করছিলাম, ভোটার উপস্থিতি ছিল ৭০ শতাংশের উপরে।

তিনি বলেন, প্রিজাইডিং অফিসারদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ১৫টি ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় আজ ২৯ জন আহত হয়েছেন। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ৬৩ জনকে আটক করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পাঁচ জনকে জরিমানা করেছেন।

সার্বিক বিবেচনায় আমরা বলতে পারি যে একটা সুষ্ঠু, উৎসবমুখর পরিবেশে ভোটটি অনুষ্ঠিত হয়েছে, বলেন সচিব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, 'সবসময় ভোটারদের উপস্থিতি আশাব্যঞ্জক ছিল। প্রতিটি ভোট অনুষ্ঠিত হওয়ার সময়, শুধু এই চারটি ধাপে নয়, ২০১৬ বলুন বা তার পূর্বে, যেহেতু এই প্রতিযোগিতাটি হয় রুট লেভেলে, একেবারে ঘরে ঘরে। এখানে কিছুটা সমস্যা থেকেই থাকে। কিন্তু আমরা সার্বিক বিবেচনায় বলব, এইবার আমরা ইউনিয়ন পরিষদে যেই নির্বাচন করেছি প্রতিটি নির্বাচনই খুব ভালো হয়েছে।'

Share This Article


‘রাতেই বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হতে পারে’

‘রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারীদের আইনের আওতায় আনা হবে’

চার দফা না মানলে আট দফা নিয়ে কথা বলার সুযোগ নেই

প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ইউনূসের বিবৃতি রাষ্ট্রবিরোধী

তালিকা হচ্ছে গা-ঢাকা দেওয়া আওয়ামী লীগ নেতাদের

আত্মগোপনে বিএনপি নেতা-কর্মীরা

কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার আনা এখন সময়ের দাবি: আরেফিন সিদ্দিক

আন্দোলনকারীদের থেকে ইতিবাচক বার্তা পেয়েছি: তথ্য প্রতিমন্ত্রী

নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের নিজগৃহে অবস্থানের অনুরোধ শিক্ষা মন্ত্রণালয়ের

‘কোটা সংস্কার নিয়ে প্রয়োজনে সংসদে আইন পাস হতে পারে’

মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ