এক সাংবাদিকের উদ্ভাবন!
দেশের প্রথম ডিজিটাল ডাস্টবিন বসলো সিরাজগঞ্জে

বাংলাদেশে সাধারণত ছড়ানো ময়লা ও দুর্গন্ধের কারণে ডাস্টবিনের পাশ দিয়ে হেঁটে যাওয়া যায় না।
তবে এই অবস্থা থেকে পরিত্রানের উপায় বের করেছেন সিরাজগঞ্জের স্থানীয় এক সাংবাদিক মোস্তফা কামাল। শুধু তাই নয়, “তারা মোটর ও শিল্পযন্ত্র প্রকৌশল সংস্থা”নামে তার নিজস্ব কারখানায় তৈরী করেছেন একটি ডিজিটাল ডাস্টবিন।
বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর সিরাজগঞ্জ পৌর এলাকার মুজিব সড়কে (ভাসানী কলেজের সামনে) ‘নগর সাফ সৌধ’ নামে এই ডাস্টবিনের উদ্বোধন করা হয়েছে।
কি আছে এই ডাস্টবিনে?
দেড় টন ওজনের এ ডাস্টবিনটি চলে ৩ হর্স পাওয়ারের মোটরে। স্বয়ংক্রিয় গিয়ার সিস্টেমে চলে এই ডাস্টবিন।
এখানে ময়লা ফেলার জন্য সিড়ি দিয়ে ৩ ধাপ উপরে উঠতে হয়। শেষের ধাপে পা রাখলে স্বয়ক্রিয়ভাবে ডাস্টবিনের ঢাকনা খুলে যায়। এরপর ভেতরে ময়লা ফেললে সেটি টেনে ভিতরে নিয়ে নেয়। এভাবে দৈনিক ১০ মন ময়লা এখানে ফেলা যাবে।
এর ফলে ডাস্টবিনের চারপাশ নোংরা হবে না। দুর্গন্ধ ছড়াবে না। এছাড়া ডাস্টবিনটির দুইপাশে রয়েছে দৃষ্টিনন্দন বাতি ও ঘড়ি। দেখতে সুন্দর একটি স্থাপনার মতো। তাই পধচারীদের এর পাশ দিয়ে যেতে খারাপ লাগবে না।
দিন শেষে সিটি করপোরেশনের ট্রাক আসলে এই ময়লা (সুইচ টিপে) স্বয়ংক্রিয়ভাবে ট্রাকে ফেলে দেয়া যাবে।