বাংলাদেশ-সৌদি আরব কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছর, যা বললেন স্পিকার

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:১৪, রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ১১ পৌষ ১৪২৮
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ও সৌদি আরবের রাষ্ট্রদূত ইসসা ইউসেফ ইসসা আল দুহাআলান
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ও সৌদি আরবের রাষ্ট্রদূত ইসসা ইউসেফ ইসসা আল দুহাআলান

বাংলাদেশ-সৌদি আরব কূটনৈতিক সম্পর্কের ৪৫তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

আজ রবিবার বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসসা ইউসেফ ইসসা আল দুহাআলান স্পিকারকে ওই অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন।

স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের সংসদীয় সম্পর্ক, সংসদীয় মৈত্রী গ্রুপ, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে স্পিকার বলেন, সৌদি আরব বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। বাংলাদেশ থেকে অধিকসংখ্যক দক্ষ কর্মী সৌদি আরবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি একটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে সৌদি আরবের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় সৌদি রাষ্ট্রদূত বলেন, দুই দেশের সংসদ ও জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে সংসদীয় মৈত্রী গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article