সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দুই মেয়রকে সর্বোচ্চ সহযোগিতা আশ্বাস

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:৪৬, রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ১১ পৌষ ১৪২৮

নিজস্ব প্রতিবেদক : সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দুই মেয়রকে সর্বোচ্চ সহযোগিতা আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার ( ২৬ ডিসেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘ঢাকা নগর পরিবহন’ বাস রুট পাইলটিং এর উদ্বোধন করে তিনি এই আশ্বাস দেন। 

সেতুমন্ত্রী বলেন, আপনার টার্মিনাল করার যে দাবি ছিল, সেটিও মন্ত্রণালয় সাড়া দিয়েছে। এরপরও যদি কোনো বাধা আসে, সে বাধা অতিক্রম করার জন্য পাশে আছি।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর বাংলাদেশ কোনো মেগা প্রকল্প হাতে নেয়া হয়নি। ভারত মেট্রোরেল ১৯৮৪ সালেই চালু করেছে, কিন্তু আমরা পারিনি। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ইতিহাসের সবচেয়ে বড় বড় মেগা প্রকল্প গ্রহণ করা হয়। এটি এখন বাস্তবে রূপ নিয়েছে। 

সেতুমন্ত্রী বলেন, চলতি অর্থবছরেই এমআরটি লাইন-৬ মেট্রোরেল উদ্বোধন করা হবে। পদ্মাসেতুর নির্মাণ কাজও প্রায় শেষ। এখন শুধু ঢালাই চলছে। আগামী বছর ইনশাআল্লাহ পদ্মাসেতু  চলাচলের জন্য উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট ‌এ বছরই সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। চট্টগ্রামে কর্ণফুলী টানেল প্রায় শেষের দিকে।

তিনি বলেন, এছাড়াও বেশ কয়েকটি মেগা প্রকল্প এ বছরই উদ্বোধন করা হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো কিছু মেগা প্রকল্পের ড্রিম প্রজেক্ট এ বছরই উদ্বোধন করবেন। সেই লক্ষ্যেই আমাদের কার্যক্রম এগিয়ে চলছে।

Share This Article


পেঁয়াজসহ পচনশীল পণ্য সংরক্ষণে গুদাম নির্মাণের নির্দেশ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

যে কারণে আবার ক্ষমতায় আসবেন হাসিনা: ইকোনমিস্ট

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসের বিচার শুরু

অবহেলিত খ্রিস্টান পল্লী জয় খোকন সেরনিয়াবাত পত্নী'র

মিয়ানমারে ফিরতে ইচ্ছুক রোহিঙ্গাদের খাদ্য সহায়তা বন্ধ করল জাতিসংঘ

বাংলাদেশে ইস্যুতে বাইডেনকে ৬ কংগ্রেসম্যানের চিঠি, প্রবাসে তীব্র প্রতিক্রিয়া

আওয়ামী লীগ সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে : প্রধানমন্ত্রী

দেশে করোনায় আরও দুইজনের মৃত্যু

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০১

গরমে এবার মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিকের ক্লাস ৮ জুন পর্যন্ত বন্ধ

ডিজিটাল নিরাপত্তা আইনে ৭ হাজার মামলা : আইনমন্ত্রী