সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দুই মেয়রকে সর্বোচ্চ সহযোগিতা আশ্বাস

  বাংলাদেশের কথা ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:৪৬, রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১, ১১ পৌষ ১৪২৮

নিজস্ব প্রতিবেদক : সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দুই মেয়রকে সর্বোচ্চ সহযোগিতা আশ্বাস দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার ( ২৬ ডিসেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘ঢাকা নগর পরিবহন’ বাস রুট পাইলটিং এর উদ্বোধন করে তিনি এই আশ্বাস দেন। 

সেতুমন্ত্রী বলেন, আপনার টার্মিনাল করার যে দাবি ছিল, সেটিও মন্ত্রণালয় সাড়া দিয়েছে। এরপরও যদি কোনো বাধা আসে, সে বাধা অতিক্রম করার জন্য পাশে আছি।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর বাংলাদেশ কোনো মেগা প্রকল্প হাতে নেয়া হয়নি। ভারত মেট্রোরেল ১৯৮৪ সালেই চালু করেছে, কিন্তু আমরা পারিনি। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য ইতিহাসের সবচেয়ে বড় বড় মেগা প্রকল্প গ্রহণ করা হয়। এটি এখন বাস্তবে রূপ নিয়েছে। 

সেতুমন্ত্রী বলেন, চলতি অর্থবছরেই এমআরটি লাইন-৬ মেট্রোরেল উদ্বোধন করা হবে। পদ্মাসেতুর নির্মাণ কাজও প্রায় শেষ। এখন শুধু ঢালাই চলছে। আগামী বছর ইনশাআল্লাহ পদ্মাসেতু  চলাচলের জন্য উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট ‌এ বছরই সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। চট্টগ্রামে কর্ণফুলী টানেল প্রায় শেষের দিকে।

তিনি বলেন, এছাড়াও বেশ কয়েকটি মেগা প্রকল্প এ বছরই উদ্বোধন করা হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো কিছু মেগা প্রকল্পের ড্রিম প্রজেক্ট এ বছরই উদ্বোধন করবেন। সেই লক্ষ্যেই আমাদের কার্যক্রম এগিয়ে চলছে।

Share This Article


ফুটেজ দেখে জড়িতদের গ্রেফতার করা হচ্ছে

মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় স্থাপনায় নজিরবিহীন তাণ্ডব

কোটা সংস্কার আন্দোলনে মারা যাওয়াদের কারণ অনুসন্ধান করবে বিচার বিভাগীয় কমিশন

আন্দোলন নিয়ে ভারত সরকারকে ‘নোট’ দিয়েছে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

‘রাতেই বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হতে পারে’

‘রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারীদের আইনের আওতায় আনা হবে’

চার দফা না মানলে আট দফা নিয়ে কথা বলার সুযোগ নেই

প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ইউনূসের বিবৃতি রাষ্ট্রবিরোধী

তালিকা হচ্ছে গা-ঢাকা দেওয়া আওয়ামী লীগ নেতাদের

আত্মগোপনে বিএনপি নেতা-কর্মীরা